পা হড়কালেই বিপদ! বাঁচা-মরার ম্যাচে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। প্রতিপক্ষের নাম শুনে যারা বলে বসতে পারেন ‘এ আর এমন কী!’ সেই সমর্থকদের জানিয়ে রাখা ভালো, আগের ম্যাচেই বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে কাতার বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে দেয় উত্তর মেসিডোনিয়া। মঙ্গলবার রাতে পর্তুগাল আর উত্তর মেসিডোনিয়ার মধ্যে লড়াইয়ে যে দল জিতবে তারাই যাবে কাতার- পরিস্থিতি ছিল এমন। এ লড়াইয়ে শেষ হাসি হাসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২-০ ব্যবধানে জিতেছে তার দল।

এ জয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন রোনালদো। সেই পোস্টে প্রাপ্য জায়গা বুঝে পেয়েছেন জানিয়ে ‘সিআর সেভেন’ লেখেন, ‘লক্ষ্য পূরণ! আমরা কাতার বিশ্বকাপে। আমাদের প্রাপ্য জায়গায় আমরা। আমাদের নিরন্তর সমর্থন দিয়ে যাওয়ার জন্য সব পর্তুগিজকে ধন্যবাদ।’

যদিও এ ম্যাচে গোল করতে পারেননি রোনালদো। দুটি গোলই করেন ব্রুনো ফার্নান্দেস। প্রথম গোলে অবশ্য অ্যাসিস্ট করেন ক্রিশ্চিয়ানো। সব ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরে রোনালদো খেলবেন নিজের পঞ্চম বিশ্বকাপ। ততদিনে বয়স হবে তার ৩৮ ছুঁইছুঁই।

টিআইএস/এটি/জেএস