লিগের দুই ম্যাচের ভাগ্য একই
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ দুটি ম্যাচ ছিল। দুই ভেন্যুতে অনুষ্ঠিত দুটি ম্যাচই ড্র হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ১-১ গোলে রহমতগঞ্জের বিপক্ষে ও কুমিল্লায় ঢাকা মোহামেডান বাংলাদেশ পুলিশের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
শেখ রাসেল ক্রীড়া চক্র এবার অত্যন্ত বড় বাজেটের দল। আট ম্যাচ পর্যন্ত তারা রেলিগেশন জোনে ছিল৷ প্রধান কোচ সাইফুল বারী টিটুকে বরখাস্ত করে সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুকে দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
মিন্টুর অধীনে দুই ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে শেখ রাসেল। আজকের ড্রতে রেলিগেশন জোন কিছুটা এড়িয়েছে। ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে রাসেল। সমান ম্যাচে ৬ পয়েন্ট মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংঘের। পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।
আজ (সোমবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার গোলে লীড নেয় রহমতগঞ্জ। দুই মিনিট পরেই জুয়েলের গোলে ম্যাচে সমতা আসে। বাকি সময় দুই দলের কেউ গোল করতে পারেনি৷।
বিজ্ঞাপন
দিনের আরেক ম্যাচে কুমিল্লায় স্বাগতিক মোহামেডান বাংলাদেশ পুলিশের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। এই ড্রয়ে পুলিশ ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ও মোহামেডান সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলে আগামী দুই দিন বিরতি। ৭ এপ্রিল থেকে প্রথম লেগের শেষ রাউন্ড শুরু হবে। ৯ এপ্রিল শেষ হবে প্রথম লেগ।
এজেড/এমএইচ/এটি