জাদুকরী এক রাতই কেটেছে করিম বেনজেমার। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ঠিক আগের ম্যাচেই পেয়েছিলেন হ্যাটট্রিক, পেলেন চেলসির বিপক্ষেও। তার এমন পারফরম্যান্সে চেলসিকে শেষ আটের ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বলতে গেলে এক পা দিয়ে রেখেছে সেমিফাইনালে। 

এর আগে পিএসজির বিপক্ষেও পিছিয়ে পড়ার পর রিয়ালের ত্রাতা হয়েছিলেন বেনজেমা। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আট ম্যাচে তার গোল সংখ্যা ১১। চেলসি ম্যাচের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলছেন, বেনজেমা দলের ভেতরে হয়ে উঠেছেন অনুকরণীয় আদর্শ।

আনচেলত্তি বলেছেন, ‘বেনজেমা দিন দিন ভালো হচ্ছে, ওয়াইনের মতো। প্রতিদিনই তাকে নেতার মতো মনে হচ্ছে, আরও বেশি ব্যক্তিত্বের সঙ্গে। সে জানে তার গুরুত্ব কতটা আর সে অনুকরণীয় চরিত্র এখন। অনেক গোল ও দলকে সাহায্য করছে। গোল করা কিন্তু সহজ কাজ না কারণ সে অনেক উঠানামা করে আর যখন বল আসে, সে থাকে বক্সে।’

চেলসি ম্যাচ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমাদের স্ট্রাইকারদের ফর্মে থাকার সুবিধা নিয়েছি আমরা। করিম বা ভিনিসিয়াসের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়া তৈরি হয়েছে। ভালবার্দেও আজ আজপিলিকুয়েটাকে ব্যস্ত রেখে তাদের সাহায্য করেছে।’

‘আমরা খুব ভালো একটা ম্যাচ খেলেছি, ভালো পরিকল্পনা ছিল সাহস ও ব্যক্তিত্বের সঙ্গে। এভাবে খেললে আমরা যে কাউকে হারাতে পারবো। চেলসি নিজেদের সেরাটা দেখাতে পারেনি আমাদের কারণে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে ও তাদের জন্য সম্মান রাখতে হবে। খেলা এখনও বাকি আছে।’