বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চলছে প্রথম লেগে শেষ রাউন্ডের লেখা। শেষ রাউন্ডের ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিং ক্লাব ৩-৩ গোলে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ড্র করে। অন্য ম্যাচে রাজশাহীতে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে কোচ মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী। 

রাজশাহীতে আল আমিনের গোলে পুলিশ ম্যাচের দ্বিতীয় মিনিটে লিড নেয়। পুলিশ এই লিড ৮৩ মিনিট পর্যন্ত ধরে রাখে। ৮৪-৮৬ এই তিন মিনিটের মধ্যে দুই গোল করে মারুফের দল পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে খেলায় সমতা আনেন পিটার থ্যাঙ্কগড। দুই মিনিট পর জয়সূচক গোলটি করেন কেইয়াসা। ইনজুরি সময় ছিল সাত মিনিটের বেশি। এত সময় পেয়েও পুলিশ ম্যাচে ফিরতে পারেনি। আজকের জয়ে চট্টগ্রাম আবাহনী ১১ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শেখ জামালের সঙ্গে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে। সমান ম্যাচে পুলিশ ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। 

একই সময়ে গোপালগঞ্জে অনুষ্ঠিত ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিং তিনবার পিছিয়ে পড়ে ম্যাচে সমতা এনে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। নয় মিনিটে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ লীড নেয়। ২১ মিনিটে শাকিল ম্যাচে সমতা আনেন। ২৭ মিনিটে আলম আবার মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন। 

চার মিনিট পর হোসেন রাফি খেলায় সমতা আনেন। ৩৫ মিনিটে সজীব আবার মুক্তিযোদ্ধাকে লিড এনে দেন। প্রথমার্ধ ৩-২ স্কোরলাইনে শেষ হয়। ৬৩ মিনিটে সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন উদোর গোলে আবার সমতা আনে সাইফ। ম্যাচের বাকি সময়ে দুই দলের কেউ গোল করেন পারেনি। ইনজুরি সময়ে মুক্তিযোদ্ধার রাজীব লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। 

সাইফ দলীয় শক্তিতে মুক্তিযোদ্ধার চেয়ে এগিয়ে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সাথে জামাল ভূঁইয়ার দল ২ পয়েন্ট হারিয়েছে। আজকের ড্রতে সাইফ স্পোর্টিং ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আর সমান ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে। 

এজেড/এমএইচ