গত কয়েক মৌসুম ধরেই লিভারপুলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। এই মৌসুমেও সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ পেয়েছেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তার চেয়ে বেশি গোল আছে কেবল রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডভস্কির।

যদিও আর এক মৌসুম লিভারপুলের সঙ্গে চুক্তি আছে তার। নতুন চুক্তিতে ক্লাবের কাছে মোটা অঙ্কের বেতন দাবি করেছেন মিশরীয় তারকা। বলা হচ্ছে, লিভারপুল সেটা মেনে নিলে প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি টাকা বেতন পাওয়া ফুটবলার হবেন সালাহ। যদিও ক্লাবের সেটা মেনে নেওয়ার সম্ভাবনা কমই। 

সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড জেমসও বলছেন, কেউই ক্লাবের চেয়ে বড় নয়, ‘ব্যাপারটা খুব সাধারণ, লিভারপুল তাদের জন্য সঠিক নয় এমন চুক্তির প্রস্তাব দেবে না। তারা যেমন বলেছে, কেউ ক্লাবের চেয়ে বড় নয়। যদি তার মনে হয়, অন্য কোথাও এর চেয়ে বেশি টাকা পাবে আর সে সেটাই চায়, তাহলে তার ওখানে চলে যেতে হবে।’

‘লিভারপুল নিজেদের পলেসিতে ঠিক থেকে সর্বোচ্চ এতটুকুই করতে পারে। কেবলমাত্র একজনের জন্য মডেলে বদল আনতে পারে না তারা।’

গত কয়েক সপ্তাহ ধরে অবশ্য নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারছেন না সালাহ। এই সময়ে নিজেকে আলাদা করে চেনাচ্ছেন লুইস দিয়াজ। জানুয়ারিতেই তিনি পোর্তো থেকে যোগ দিয়েছেন লিভারপুলে। এরপর ১৩ ম্যাচে করেছেন ৩ গোল। এই ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েছেন জেমস, সঙ্গে লিভারপুল স্কাউটদেরও।

তিনি বলেছেন, ‘আমাকে বলতেই হবে, টটেনহ্যামের সঙ্গে গুঞ্জন ছড়ানোর আগে অবধি আমি তাকে তেমন চিনতাম না। তো আমি তাকে নিয়ে পরে হোম ওয়ার্ক করেছি। আমি বিস্মিত হয়েছি তাকে নিয়ে। আমার মনে হয় যেকোনো প্রিমিয়ার লিগের দল তার বিপক্ষে খেললে বুঝতে পারবে দিয়াজ কী!’

‘ফুটবলাররা ক্লাবে এসেই এমনভাবে খেলছে- মনে হচ্ছে তারা এখানে কয়েক বছর ধরে আছে। এই সব কিছুই সিস্টেম ও পরিবেশের কারণে। যখনই খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে তারা মানিয়ে নিচ্ছে। দিয়াজকে খেলতে ও কম সময়ে ফিট হতে দেওয়ার কৃতিত্বটা লিভারপুলের। মনে হচ্ছে সে পুরো মৌসুমজুড়েই এখানে আছে।’

এমএইচ