ছবি: কলকাতা মোহামেডান

আই লিগে সপ্তম ম্যাচে এসে প্রথম হারের তেতো স্বাদ পেল বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়ার দল কলকাতা মোহামেডান। রোববার বিকেলে বিশ্ব যুব ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাইল্যান অ্যারো ১-০ গোলে কলকাতা মোহামেডানকে হারায়। পাইল্যান অ্যারো রেলিগেশন জোনের দল। আগের সাত ম্যাচে তাদের পয়েন্ট ছিল মাত্র ১। এই ম্যাচ জিতে তাদের চার পয়েন্ট হলেও এখনো টেবিলে সবার নিচে পাইলন অ্যারো।

হ্যামস্ট্রিং ইনজুরির জন্য এই ম্যাচে দলে ছিলেন জামাল ভূইয়া। জামাল ভূইয়া গত ছয়টি ম্যাচেই একাদশে ছিলেন। ষষ্ঠ ম্যাচে কিছুটা ব্যথা অনুভব করায় দ্বিতীয়ার্ধে কোচ হোসে জেভিয়া তাকে উঠিয়ে নেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন জামাল। 

জামালকে ছাড়া প্রথমবারের মতো নামা কলকাতা মোহামেডানের মধ্যমাঠের নিয়ন্ত্রণ খানিকটা কমই ছিল অন্য ম্যাচের তুলনায়। ম্যাচের ২৬ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন গুরপ্রিত সিং। বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় জামালদের প্রতিপক্ষ। ফ্রি কিক শট মোহামেডানের গোলরক্ষক এস রায় ঠেকালেও ফিরতি বলে গুরপ্রিত হেড করেন। মোহামেডানের ডিফেন্ডার বল ক্লিয়ার করলেও ততক্ষণে বল গোললাইন অতিক্রম করে। মোহামেডানের খেলোয়াড়রা মৃদু প্রতিবাদ করলেও ভিডিও ফুটেজে দেখা গেছে বল স্পষ্টতই গোললাইন অতিক্রম করেছে। প্রথমার্ধে ১-০ গোলে লীড নিয়ে বিরতিতে যায় দুই দল। 

দ্বিতীয়ার্ধে উভয় দলের কোচ তিন জন করে খেলোয়াড় বদল করলেও কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-০ স্কোরলাইনই ম্যাচ শেষ হয়। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে কলকাতা মোহামেডান। সাত ম্যাচের মধ্যে মোহামেডান চারটি ড্র, দুইটি জয় ও একটিতে হেরেছে। আই লিগে চ্যাম্পিয়ন দল ইন্ডিয়ান সুপার লিগে খেলার সুযোগ পাবে।

এজেড/এটি/এনইউ