২০ কোটি টাকা খরচায় গার্দিওলার ‘ছাত্রকেই’ কোচ হিসেবে আনল ম্যানইউ
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন এরিক টেন হ্যাগ, বিষয়টা চলতি মাসের শুরুতেই ফাঁস হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে সেই ঘোষণাটাও চলে এসেছে। বিষয়টা নিশ্চিত হয়ে গেছে যে আয়াক্স আমস্টারডামের বর্তমান কোচই আগামী মৌসুম থেকে হচ্ছেন ম্যানইউ’র।
৫২ বছর বয়সী ডাচ এই কোচের সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাবটির। মেয়াদ বাড়ানোর সুযোগও অবশ্য আছে চুক্তিতে। তবে ইউনাইটেডে শেষ কয়েক বছরে সাবেক স্থায়ী কোচের যেমন পরিণতি হয়েছে, তাতে এই সুযোগটা বাস্তবে রূপ নেওয়ার আশা ক্ষীণই মনে হচ্ছে।
বিজ্ঞাপন
টেন হ্যাগ বর্তমানে আছেন আয়াক্সের কোচ হিসেবে। আগামী মৌসুম থেকে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেবেন। ডাচ এই কোচকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে নেদারল্যান্ডের ক্লাবটিকে ২০ কোটি দিতে হয়েছে রেড ডেভিলদের। দুই ক্লাবের মধ্যে কয়েক দফা আলোচনার পর নিশ্চিত হয়েছে টেন হ্যাগের দলবদল।
ইউনাইটেডে যেতে আগ্রহ ছিল ডাচ এই কোচেরও। সেটা অবশেষে বাস্তবে রূপ পাওয়ায় খুশি টেন হ্যাগ। তিনি বললেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হওয়া অত্যন্ত সম্মানের বিষয়। নতুন চ্যালেঞ্জ নিতে তর সইছে না আমার। এই মহান ক্লাবের ইতিহাস আমার জন্য অজানা নয়। এখানকার সমর্থকরাও বেশ আবেগী। দলটাকে সাফল্য এনে দিতে যে উন্নতি করা দরকার, তা করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
বিজ্ঞাপন
২০১৭ সালের ডিসেম্বরে টেন হ্যাগ যোগ দিয়েছিলেন আয়াক্সে। এর আগে তিনি বায়ার্ন মিউনিখের রিজার্ভ দলের হয়ে কাজ করেছেন, তখন ক্লাবটির মূল কোচ ছিলেন পেপ গার্দিওলা। সে সময় বায়ার্ন কোচ গার্দিওলার কাছ থেকে যে অনেক কিছু শিখেছেন, তা অকপটেই জানিয়েছিলেন তিনি।
২০১৯ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি গার্দিওলা থেকে অনেক কিছু শিখেছি। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও এখন ম্যানচেস্টার সিটিতে যা করছেন, আক্রমণাত্মক ও আকর্ষণীয় ফুটবল খেলাচ্ছেন দলকে, যা তাকে অনেক জয় এনেও দিচ্ছে, এই দর্শনটা রোমাঞ্চকর। এই কৌশলটাই আমি আয়াক্সে প্রয়োগের চেষ্টা করেছি।’
টেন হ্যাগ ইউনাইটেডে এসে সেই ‘গুরু’ গার্দিওলারই শত্রু হতে চলেছেন এবার। গার্দিওলার ম্যানসিটি যে তার দল ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী!
আয়াক্সের দায়িত্ব নেওয়ার দেড় বছরের মধ্যে দলের লিগ শিরোপাখরা ঘুচিয়েছিলেন টেন হ্যাগ। এরপর আয়াক্স লিগ জিতেছে গেল বছরও। চলতি মৌসুমেও দলটি আছে এরেডিভিসির শীর্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর টেন হ্যাগের অধীনে তৃতীয় লিগ শিরোপা জিতবে দলটি।
আয়াক্সকে অবশ্য শুধু লিগ জিতিয়েই ক্ষান্ত হননি টেন হ্যাগ। ২২ বছর পর দলটিকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে। সেবার দ্বিতীয় রাউন্ড আর কোয়ার্টার ফাইনালে বিদায় করেছিলেন রিয়াল মাদ্রিদ আর ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাসকে। থিয়েটার অফ ড্রিমসে টেন হ্যাগের সেই সর্বাত্মক আক্রমণে বিশ্বাসী, সাফল্য পিয়াসী রূপটাই যে ইউনাইটেড দেখতে চাইবে, তা বলাই বাহুল্য।
এনইউ