রিয়াল মাদ্রিদের জালে ৪ গোল দিয়েছে ম্যানচেস্টার সিটি। তবুও যে পুরোপুরি স্বস্তিতে থাকার সুযোগ নেই। নিজেরাও যে হজম করেছে তিন গোল। ১১ মিনিটের মধ্যে দুই গোল দিয়েও তাই দ্বিতীয় লেগ নিয়ে চিন্তাটা সিটির জন্য বেশ। তার ওপর খেলাটা আবার হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। 

অবশ্য দলের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। আগের লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বেশ কষ্ট করেই জিততে হয়েছে সিটিকে। তবে এবার তিনি আশায় আছেন বার্নাব্যুতে ভালো কিছু করার। অভিজ্ঞ কোচ নিজের দলের পারফরম্যান্সকেও প্রশ্নবিদ্ধ করেননি।

তিনি বলেছেন, ‘আমরা সুযোগ হারিয়েছি কিন্তু সেগুলো তৈরিও করেছি। আমরা সেখানে থেকেছি পুরোটা সময়। ফল, পারফরম্যান্স বা কোনো কিছু নিয়েই অভিযোগ নেই। পুরো বিশ্বের সামনে যেভাবে পারফর্ম করেছি, আমি গর্বিত। আমরা সাহসের সঙ্গে জয়ের জন্য সবকিছু করেছি, বলসহ আবার বল ছাড়াও।’

‘ফুটবল ফুটবলই, রেজাল্ট রেজাল্টের জায়গায় কিন্তু যেভাবে আমরা পারফর্ম করেছি সেটা আলাদা। কেউ বলতে পারবে না আমাদের পারফর্ম্যান্স ভালো ছিল না। আমরা জানি হয়তো আরেকটু ভালো করতে হবে ফাইনালে যেতে কিন্তু এই প্রতিযোগিতায় এটা দরকার। দিনশেষে আমরা যে সুযোগ গুলো তৈরি করেছি, হয়তো কাজে লাগাতে পারতাম।’ 

সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘যখন আমি ফুটবলার ও ম্যানেজার হয়েছি, যখনই আপনি সান্তিয়াগো বার্নাব্যুতে যাবেন, আপনার নিজের মতো থাকতে হবে না হলে জিততে পারবেন না। আপনাকে চ্যাম্পিয়ন্স লিগে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে।’

এমএইচ/এটি