অতি সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত চেক ক্রীড়াবিদ ও সংগঠকদেরকে হস্তান্তর করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল-ফাইল ছবি

ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনে সবার সুখে-দুঃখে পাশে থাকেন। নারী ফুটবলার রুপা আক্তার দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন। এই নারী ফুটবলার প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্য পাচ্ছেন। ২৫ লাখ টাকার সঞ্চয়পত্রের পাশাপাশি ৫ লাখ টাকার চেক পাবেন তিনি চিকিৎসার জন্য। 

অসুস্থ ফুটবলারদের পাশে থাকার কথা ফুটবল ফেডারেশনের। অথচ ফুটবল ফেডারেশন দুঃস্থ ফুটবলার, কোচদের সেভাবে খোজ রাখে না। সাবেক ফুটবলার আব্দুল গাফফার ক্রীড়াঙ্গনে অসহায়, অসুস্থ ব্যক্তিদের জন্য ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুদানের বিষয়ে সহযোগিতা করেন। 

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল গাফফার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রুপা আক্তারকে ৩০ লাখ ও প্রয়াত ফুটবল কোচ সম্রাট (শাফিনুর রহমান সম্রাট) ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দিচ্ছে। ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র বাকি পাঁচ লাখ চিকিৎসার জন্য চেক প্রদান করা হবে।’

ক্রীড়াঙ্গনে কেউ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলে সব সময় সাহায্য পেয়েছেন। অনেক সময় আবেদনও করতে হয় না, প্রধানমন্ত্রী স্বপ্রণোদিত হয়েই ক্রীড়ার বিভিন্ন তহবিলে ও ব্যক্তিবর্গদের সহায়তা করেন। প্রয়াত ফুটবলার ও সংগঠক বাদল রায়কে ফ্ল্যাট ও আর্থিক অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ফ্ল্যাটের চাবি বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়ের হাতে প্রধানমন্ত্রী নিজে হস্তান্তর করবেন বলে জানান আব্দুল গাফফা, ‘বাদল রায়ের স্ত্রী ও আবাহনী ক্লাবের সুভাষকে ফ্ল্যাটের চাবি ও কাগজপত্র প্রধানমন্ত্রী নিজ হাতে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এ রকম ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী বিশ্বে বিরল।’

এজেড/এনইউ