আগেভাগেই আর্জেন্টিনাকে স্বাগত জানিয়ে রাখল কাতার বিশ্ববিদ্যালয়
কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার লক্ষ্য এবার বিশ্বকাপ জয়। কাতারে আসন্ন ২০২২ বিশ্বকাপে এই লক্ষ্যেই মাঠে নামবেন লিওনেল মেসিরা। সেজন্যে কোচ লিওনেল স্ক্যালোনি দলের ক্যাম্প হিসেবে বেছে নিয়েছেন কাতার বিশ্ববিদ্যালয়কে। সেই কাতার বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই মেসিদের স্বাগত জানিয়ে ফেলেছে।
সম্প্রতি এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ‘আমরা আপনাদের চূড়ান্ত নিবেদন দিয়েই আতিথেয়তা দিতে চাই।’ বিশ্বকাপে প্রায় সব দলই গিয়ে বসতি হিসেবে বেছে নেয় হোটেলকে। কিন্তু স্ক্যালোনি সেই পথে হাঁটেননি। বেছে নিয়েছেন কাতার বিশ্ববিদ্যালয়কে। বিশ্বকাপের আগ মুহূর্তে সেখানে গিয়ে থাকবে, বিশ্রাম ও অনুশীলনের কাজটাও সেখানেই সারবে স্ক্যালোনির শিষ্যরা।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে কাতার বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. হাসান আল ডারহাম বলেন, ‘কাতার বিশ্ববিদ্যালয়কে নিজেদের আবাস হিসেবে বেছে নেওয়া আর্জেন্টিনা জাতীয় দলকে স্বাগত জানাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়। একটা প্রতিনিধি দল ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়টা, খেলাধুলার সুযোগ সুবিধাগুলো ও থাকার ব্যবস্থাগুলো ঘুরে দেখে গেছেন। প্রত্যেক ক্ষেত্রে বিশ্বমানের অবকাঠামো আছে আমাদের। সবসময়ের মতো আমরা তাদের সর্বোচ্চ নিবেদন দিয়েই আতিথ্য দেওয়ার চেষ্টা করব।’
বিজ্ঞাপন
কাতারি এই শিক্ষাপ্রতিষ্ঠানটি তিনটি ক্রীড়া কমপ্লেক্স নতুন করে চালু করেছে সম্প্রতি যাতে খোলা মাঠে খেলার সুবিধা আছে, আছে ইনডোর জিম সুবিধাও। এই কমপ্লেক্সগুলোয় একাধিক খেলা, যেমন ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল, টেনিস, সাঁতার, ওয়াটারপোলো, স্কোয়াশ খেলার সুযোগ রয়েছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া আগে পরিদর্শন করেছেন জায়গাটিতে, এরপরই নিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত।
এনইউ/এটি