শেখ জামালকে অপরাজিত রাখতে পারলেন না নাইজেরিয়ান কোচ আফুসি। দ্বিতীয় লেগের শুরুতে দায়িত্ব নিয়ে তৃতীয় ম্যাচেই হারের তেতো স্বাদ গ্রহণ করলেন। রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ পুলিশ ১-০ গোলে শেখ জামালকে হারায়। তাতে ‘লিগের একমাত্র অপরাজিত দল’ তকমাটাও হারাল দলটি। 

এই ম্যাচের আগে শেখ জামাল টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল। টেবিলের দুই শীর্ষ দল বসুন্ধরা কিংস ও আবাহনীরও এই রেকর্ড ছিল না এবার। প্রথম লেগে অপরাজিত রাখা স্প্যানিশ কোচ হুয়ান সানচেজকে সরিয়ে ক্লাব কর্তৃপক্ষ দায়িত্ব দেন পুরনো নাইজেরিয়ান কোচ আফুসিকে। 

আফুসি প্রথম দুই ম্যাচ জিতেছিলেন। আজ তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেলেন। ৬০ মিনিটে এম এস বাবলু একমাত্র জয়সূচক গোল করেন। ম্যাচের বাকি সময় জামাল গোল পরিশোধ না করতে পারায় লিগে প্রথম হার নিয়ে মাঠ ছাড়ে। 

এই হারে অবশ্য টেবিলের অবস্থান পরিবর্তন হয়নি দলটির। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জামাল সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পুলিশ। 

এজেড/এনইউ