দ্বিতীয় পর্বে দুর্দান্ত পারফর্ম করছে মুক্তিযোদ্ধা সংসদ। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী বসুন্ধরা কিংস। আজ মুন্সিগঞ্জে সেই ম্যাচে রীতিমতো হারের চোখরাঙানিই পাচ্ছিল অস্কার ব্রুজনের শিষ্যরা। মুক্তিযোদ্ধা লিড নিয়েছিল ২ বার। তবে ম্যাচের একটা বড় সময় পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত টেবিলের তলানির দলটির বিপক্ষে কষ্টার্জিত এক জয় নিয়েই মাঠ ছেড়েছে বসুন্ধরা। 

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরাকে বেশ নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছে নিচের সারির দল মুক্তিযোদ্ধা সংসদ। লিগের প্রথম পর্বে মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা।

দ্বিতীয় পর্বে সেই হারের মধুর প্রতিশোধ নেয়ার সুযোগটাও এসেছিলো মুক্তিযোদ্ধার সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত লিড ধরে রেখে বসুন্ধরাকে রীতিমতো আতংকে রেখেছিল ক্লাবটি। তবে শেষ পর্যন্ত অস্কারের কৌশলের কাছেই ৩-২ গোলে হার মানতে হয়েছে তাদের। 

মুক্তিযোদ্ধার হয়ে দুটি গোলই করেন বুরুন্ডির ফরোয়ার্ড সুদি আবদাল্লাহ। বসুন্ধরার হয়ে তিন গোল করে দলকে জেতান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনহো, এলিটা কিংসলে এবং সুমন রেজা।

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বসুন্ধরা কিংস। সমান ম্যাচে মাত্র সাত পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে মুক্তিযোদ্ধা সংসদ।

এজেড/এনইউ