সিলেট বিকেএসপিতে বাফুফের ফুটবল একাডেমি ছিল। সেই একাডেমি বেশি দিন পরিচালিত করতে পারেনি বাফুফে। এরপর বিকেএসপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনেই চলে যায় আবার।

মন্ত্রণালয় থেকে বাফুফে ও বাফুফে থেকে মন্ত্রণালয় রদবদলে মাঝে কিছুটা সময় স্থবিরতা ছিল এই বিকেএসপিতে। তবে সেই স্থবিরতা কাটিয়ে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। আজ দুপুরে সিলেট বিকেএসপি’র নবনির্মিত একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রায় ৫ বছর সিলেট বিকেএসপির ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল। তারা এখানে একাডেমি তৈরী করেছিল এ কারনে আমরা দীর্ঘদিন সংস্কার কাজ করতে পারিনি। ২০১৭ সালে তারা যখন সিলেট বিকেএসপিকে আমাদের কাছে হস্তান্তর করে তখন আমরা একে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় আজ প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সিলেট বিকেএসপি’র নবনির্মিত একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করা হলো।

এখানেই থামছে না একাডেমির উন্নয়ন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন, আমরা অচিরেই এটিকে আরো সম্প্রসারিত করার পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা এখানে সুইমিংপুল ও জিমন্যাসিয়াম তৈরি করব। আমরা সিলেটকে ফুটবলের জন্য ডেডিকেট করেছি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেট এর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এ সকল স্থাপনা প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। বিকেএসপির মহাপরিচালক এএকেএম মাজহারুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

এজেড/এনইউ