ম্যানচেস্টার সিটি এবং বার্সেলোনা দুই ক্লাবেরই স্ট্রাইকার প্রয়োজন। ফুটবল দুনিয়ার ‘হটকেক’ এরলিং ব্রুট হালান্ডকে তাই দলে টানতে দুই দলই সমানভাবে আগ্রহী। তবে শেষ মুহুর্তে হালান্ডকে দলে পাবার রেস থেকে নিজেদের একরকম প্রত্যাহার করে নিয়েছে বার্সেলোনা। ম্যান সিটি তাই আপাতদৃষ্টিতে কোন প্রতিযোগিতা ছাড়াই পেয়ে যাচ্ছে সাড়া জাগানো এই স্ট্রাইকারকে। সিটির সঙ্গে কথা পাকাপাকি হয়ে গেছে হালান্ড এবং তার বর্তমান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের। এই সপ্তাহেই আসতে পারে দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা।

দীর্ঘদিনের টার্গেট হালান্ডকে ‘বিনা যুদ্ধে’ কেন সিটিতে যেতে দিচ্ছে বার্সেলোনা? সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাবে বার্সেলোনা কোচ জাভির সহজ স্বীকারোক্তি, ‘আমাদের অর্থনৈতিক অবস্থার জন্য এটা (হালান্ডকে দলে টানা) আসলে অনেক কঠিন। আমি আপনাদের মিথ্যে বলতে পারব না, এটাই বাস্তবতা।’

‘তবে আমি এটাও বলব না যে, শুধু অর্থনৈতিক কারণে এমনটা হচ্ছে। আমি অন্য ক্লাবের ক্রীড়া প্রকল্পগুলোকে অসম্মান করব না। ভালো প্রকল্প শুধু আমাদের ক্লাবেরই আছে, বিষয়টা এমন নয়। সিটি অনেক শিরোপা জিতেছে এবং সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে।’

অর্থনৈতিক সমস্যার কারণে আগামী মৌসুমগুলোতেও বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়েই নতুন খেলোয়াড় দলভুক্ত করতে হবে বলে জানিয়েছেন জাভি, ‘প্রত্যেক মৌসুমেই দলকে আরও শক্তিশালী করতে হবে। তবে যে অর্থনৈতিক অবস্থায় আমরা আছি, তাতে কোন খেলোয়াড় দল ছেড়ে গেলেই কেবল আরেকজনকে আমরা দলে টানতে পারব। আমরা ক্লাবের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় পার করছি, তবে আমাদের এই অবস্থাতেও প্রতিযোগিতার মনোভাব ধরে রাখতে দলকে শক্তিশালী করতেই হবে।’

বুধবার রাত দেড়টায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে জাভির বার্সেলোনা।

এইচএমএ/এটি