দল চট্টগ্রামে, দুই দিনের ছুটিতে সাকিব
ঈদের ছুটি কাটিয়ে শুরু হয়েছে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে গত ৮ মে চট্টগ্রাম গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই টেস্ট স্কোয়াডের সবাই চট্টগ্রামে উপস্থিত হলেও এখনো ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। বাড়তি আরো দুই দিনের ছুটি নিয়েছেন তিনি।
বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার। মূলত এ জন্যই ছুটি নিয়েছেন। ছুটি কাটিয়ে সাকিবের যোগ দেওয়ার কথা রয়েছে ১১ মে।
বিজ্ঞাপন
দলের পক্ষ থেকে বলা হয়, ‘ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে সাকিব দুই দিনের ছুটি নিয়েছেন। মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা রয়েছে। এরপর দলের সঙ্গে যোগ দেবেন।’
দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
বিজ্ঞাপন
করোনাভাইরাসের প্রকোপ কমায় এই সিরিজে থাকছে না কোনো বায়োবাবল। করোনা টেস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বোর্ড। তবে ক্রিকেটারদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড:
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসরাম, নাঈম হাসান, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম।
টিআইএস/এনইউ