এএফসি কাপ খেলতে আজ দুপুরে কলকাতায় পৌঁছেছে বসুন্ধরা কিংস। বিকেল পর্যন্ত হোটেলে বিশ্রাম নিয়ে সন্ধ্যার পর সল্টলেক স্টেডিয়ামে গিয়েছিল বসুন্ধরা কিংসের পুরো দল। সেখানে আজ আই লিগে গোকুলাম কেরালা ও মোহামেডানের ম্যাচটি দেখে পুরো দল।

ক্লান্তি ভর করায় প্রথমার্ধ দেখেই হোটেলের উদ্দেশে রওনা হয় কিংস। গোকুলাম কেরালা এএফসি কাপে বসুন্ধরা কিংসের গ্রুপে রয়েছে। প্রতিপক্ষ দলের শক্তিমত্তা দেখতেই আজকের ম্যাচটি শিষ্যদের নিয়ে মাঠে গিয়েছিলেন অস্কার। গোকুলাম কেরালা এফসি ২-১ গোলে মোহামেডানকে হারিয়ে আই লিগের শিরোপা জিতেছে। 

করোনা সংক্রমণ কমে আসায় সল্টলেক স্টেডিয়ামে দর্শক উপস্থিতিতে কোনো বাধা নেই। আজকের ম্যাচে ৩০ হাজারের কাছাকাছি দর্শক ছিল। এএফসি কাপেও ভালো দর্শক সমাগম হওয়ার কথা। 

এএফসি কাপে অংশগ্রহণকারী দলগুলোকে বায়োবাবল অনুসরণ করতে হবে না। অনেকটা স্বাধীন চলাফেরা করতে পারবে দলগুলো। এরপরও মাস্ক ও কিছুটা দূরত্ব বজায় রেখে চলার নির্দেশনা রয়েছে এএফসির কাছ থেকে। 

আজ অস্কার শিষ্যদের অনুশীলন করা হয়নি। আগামীকাল থেকে বল নিয়ে মাঠে নামবেন। বসুন্ধরা কিংস পুরো দল গেলেও তাদের দুই অতিথি খেলোয়াড় ভিসা জটিলতায় যেতে পারেননি। আগামীকাল ভিসা পেলে সোমবার কলকাতায় পৌঁছানোর কথা তাদের। বসুন্ধরার চারজন বিদেশি ফুটবলার রয়েছে। এরপরও কোনো কারণে ইনজুরি বা সমস্যায় পড়ার বিষয় বিবেচনা করে প্রিমিয়ার লিগে দুই ক্লাব মুক্তিযোদ্ধা ও শেখ জামাল থেকে আব্দুল্লাহ এবং ম্যাথু চিন্ডেকে নিচ্ছে। 

এজেড