গত বছর দলের সঙ্গে মালদ্বীপ থাকলেও এএফসি কাপ খেলা হয়নি এলিটা কিংসলের। এবার এএফসি রেজিষ্ট্রেশন কার্ড প্রদানের মাধ্যমে খেলার যোগ্য হিসেবে বিবেচনা করায় আজকে এএফসি কাপের ম্যাচে কোচের পরিকল্পনায় আছেন কিংসলে।

ঘরোয়া লিগে একাদশে ছিলেন না কিংসলে। বদলি হিসেবে খেলতেন। এএফসি কাপেও তাকে এভাবে রাখবেন কোচ অস্কার। আজ মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনের বিপক্ষে ১৮ জনের তালিকায় নাম থাকবে কিংসলের। ম্যাচে প্রয়োজনে তাকে নামানোর পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।

এএফসি কাপের জন্য অতিরিক্ত দুই বিদেশিকে দলের সঙ্গে রাখতে চেয়েছিল বসুন্ধরা কিংস। আব্দুল্লাহ ও চিন্ডোর এখনো ভিসা হয়নি। ফলে কিংসলের প্রতি নির্ভরতা আরো বাড়িয়েছে৷ 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের আরও একটি এএফসি কাপ মিশন শুরু হচ্ছে আজ। ডি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে লড়াইয়ে নামবে বসুন্ধরা। কলকাতার বিশ্বভারতী যুব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচটি শুরু হবে। টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

এএফসি কাপে তৃতীয়বার অংশগ্রহন বাংলাদেশের এই ক্লাবটির। ২০২০ সালে প্রথমবার টিসি স্পোর্টসের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিল বসুন্ধরা। করোনার কারণে এএফসি কাপের ওই আসর ভেস্তে গিয়েছিল তাদের। পরের আসরে দুর্ভাগ্যবশত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বসুন্ধরাকে। তবে নতুন করে নিজেদের এই মিশন শুরু করার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন , ‘বসুন্ধরা কিংস আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ) মানের একটি দল, সেটা তারা প্রমাণ করেছে। আমরা এখনও এএফসি কাপে হারিনি। আমি চাই এই ধারাটা বজায় রাখতে। অনেকেই ভাবছে কিংস ফেভারিট। তবে আমি এই ধারণার পক্ষপাতি নই। যদি ফেভারিট ভেবে খেলা শুরু করি, তবে ওখানেই শেষ। আমি আন্ডারডগ হিসেবে খেলতে পছন্দ করি।’

প্রতিপক্ষ মাজিয়াকে নিয়ে ব্রুজনের ভাবনা, ‘গতবারের মাজিয়া আর এবারের এই দলটি এক নয়। এবার তারা অনেক শক্তিশালী। তাই প্রথম ম্যাচটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’ গত বছর কিংস মালদ্বীপে মাজিয়াকে হারিয়েছিল। 

অন্যদিকে মাজিয়া স্পোর্টসের কোচ মিওদ্রাগ জেসিচ বলেন, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলবো। প্রতিপক্ষ নিয়ে কোন কথা বলতে চাই না। আমরা এখানে এসেছি ভয়ডরহীন ফুটবল খেলতে। আমি মনেকরি গ্রুপ পর্বে আমাদের ভাল সম্ভাবনা রয়েছে। ছেলেরা মাঠে তাদের সামর্থ্য প্রমাণে মুখিয়ে আছে।’

আজকের খেলা

এএফসি কাপ

বসুন্ধরা কিংস ও মাজিয়া স্পোর্টস

(বিশ্বভারতী যুব ক্রীড়াঙ্গন, রাত ৯টা)

সরাসরি, টি স্পোর্টস

এজেড/এইচএমএ/এটি