আগের মতোই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বেলজিয়াম

২০২১ সালে প্রথমবারের মতো র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। তবে সেখানে সেরা দশে কোনও পরিবর্তন নেই। শুধু সেরা দশে নয়, প্রথম ৩২ দলের র‍্যাঙ্কিংয়ে আসেনি কোনও রদবদল।

বছরের শুরুতে এবার খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ায়নি। এর ছাপ স্পষ্ট ফিফা র‌্যাঙ্কিংয়ে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সবশেষ যে তালিকা প্রকাশ করেছে, সেখানে আগের অবস্থান ধরে রেখেছে ৩২ দলের প্রত্যেকে। আগের মতোই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে বেলজিয়াম। পরের ৯ দল যথাক্রমে; ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, উরুগুয়ে, মেক্সিকো ও ইতালি।

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছে মরক্কো। ফেব্রুয়ারির শুরুতে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা দলটির দুই ধাপ উন্নতি হয়েছে। মরক্কোর কাছে হেরে শিরোপা খোয়ালেও র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে মালি। বর্তমানে তাদের অবস্থান র‌্যাঙ্কিংয়ের ৫৪তম স্থানে। 

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান তলানির দিকেই। ১৮৬তম স্থানে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

করোনার আতঙ্ক কাটিয়ে আবার মাঠে ফিরেছে ফুটবল। চলতি বছর বেশ ব্যস্ত সূচি ফুটবলে। গত বছর স্থগিত হওয়া কোপা আমেরিকা, ইউরো চ্যাম্পিয়নশিপের সঙ্গে কনকাকাফ গোল্ড কাপের পাশাপাশি কাতার বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে মাঠে নামবে দলগুলো। এবছর যে শীর্ষস্থানগুলোতে বেশ লড়াই হবে, সেটি সহজেই অনুমান করা যায়।

টিআইএস