ছবি: হ্যান্ডবল ফেডারেশন

মুজিববর্ষ এক্সিম ব্যাংক জাতীয় নারী হ্যান্ডবলের ফাইনাল আজ শুক্রবার। বিকেল ৩টায় নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে বাংলাদেশ আনসার ও নওগাঁ জেলা। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাবিবুর রহমান। 

বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিফাইনালে আনসার ৩১-২৭ গোলে পুলিশকে এবং নওগাঁ ২৪-২১ গোলে জামালপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। 

দুটি সেমিফাইনালই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আনসার ও পুলিশের ম্যাচের প্রথমার্ধে পুলিশ মাত্র তিন গোলে পিছিয়ে ছিল। ১৬-১৩ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আনসার। দ্বিতীয়ার্ধে পুলিশ সেই ব্যবধান আর কমাতে পারেনি। শেষ পর্যন্ত ৩১-২৭ গোলের স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। 

দুই জেলার মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালটিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। প্রথমার্ধে নওগাঁ ১২-১১ গোলে এগিয়ে ছিল। ম্যাচ শেষে নওগাঁ ২৪-২১ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে। 

এজেড/টিআইএস