এশিয়া কাপ বাছাইয়ে আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আগের ম্যাচের একাদশ নিয়েই নামছে। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাহরাইন ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেননি। বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটায় মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে নামছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বাংলাদেশ।  

আগের ম্যাচের থেকে এই ম্যাচে বাংলাদেশের কৌশল কিছুটা ভিন্ন হলেও ফরমেশন প্রায় একই থাকার কথা। গোলপোস্টে প্রহরীর দায়িত্বটা থাকছে আনিসুর রহমান জিকোর কাঁধেই। রক্ষণভাগের চার খেলোয়াড় হলেন- বিশ্বনাথ, রিমন, ইয়াসিন আরাফাত ও টুটুল হোসেন বাদশা। অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে আরেকজন ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। ওপরের দিকে রয়েছেন সাজ্জাদ, বিপলু, ইব্রাহিম ও রাকিব হোসেন। 

দুই দশক পর তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ২০০২ সালে বুশান এশিয়ান গেমসে বাংলাদেশ মধ্য এশিয়ার দলটির মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ খেলা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য বাংলাদেশ দলে এখন গোলরক্ষক কোচ। 

বাংলাদেশ একাদশ-
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক);
টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন;
আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া;
বিপলু আহমেদ, ইব্রাহিম, রাকিব হোসেন;
সাজ্জাদ। 

এজেড/এনইউ