বর্তমানে ক্রীড়াঙ্গনের অনেক সংগঠকই রাজনীতির সঙ্গে জড়িত। অনেক ক্রীড়াবিদ, সংগঠক জাতীয় সংসদে যেমন প্রতিনিধিত্ব করছেন তেমনি অনেকে নগর পিতাও হচ্ছেন।

সদ্য সমাপ্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র আরফানুল হক রিফাত একজন ফুটবল সংগঠক। তিনি কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি। ২০২০ বাফুফে নির্বাচনে কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ছিলেন। কুমিল্লার বিশিষ্ট ক্রীড়াবিদ প্রয়াত বাদল রায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে প্রিমিয়ার লিগে মোহামেডানের ভেন্যু করেছিলেন। জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে দেশের সেরা ভেন্যু বলেছিলেন কুমিল্লাকে।

চলতি মৌসুমে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লা। অনেক ম্যাচেই কুমিল্লা ডিএফএ সভাপতি মাঠে উপস্থিত থাকেন। একজন ফুটবল সংগঠক কুমিল্লার নগর পিতা নির্বাচিত হওয়ায় বাফুফে নির্বাহী কমিটি অভিনন্দন জানিয়েছে।
 
ঢাকার দুই মেয়রও ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত রয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি। ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ঢাকা আবাহনীর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

এজেড/এইচএমএ