৩৮৬ কোটি টাকায় আর্সেনালে রোনালদোর দেশের ভিয়েইরা
আর্সেনালের স্বর্ণযুগের অন্যতম সারথি প্যাট্রিক ভিয়েইরা। বর্তমান ক্রিস্টাল প্যালেস ম্যানেজার ভিয়েইরা একসময় গানারদের মধ্যমাঠ দাপিয়ে বেড়িয়েছেন। এবার এই কিংবদন্তির নামেরই আরেক রত্নকে খুঁজে পেয়েছে আর্সেনাল। এই রত্ন অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের, ২২ বছর বয়সী মিডফিল্ডার ফাবিও ভিয়েইরা।
পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে খেলছেন ভিয়েইরা, ক্লাবটির হয়ে দুবার পর্তুগিজ প্রিমেইরা লিগা জিতেছেন। আর্সেনালের সঙ্গে তার এবং পোর্তোর আলোচনা অনেকদূর এগিয়ে গেছে বলে জানিয়েছে গোল.কম, দলবদলের ফি হতে পারে ৪০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৩৮৬ কোটি টাকা।
বিজ্ঞাপন
— Fabrizio Romano (@FabrizioRomano) June 17, 2022
পর্তুগালের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের অন্যতম ভিয়েইরা এরই মধ্যে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। তিন মৌসুমে ৭৫ ম্যাচে করেছেন ১০ গোল। পোর্তোর একাডেমি থেকে উঠে আসা ভিয়েইরা ক্লাবটির ‘বি’ দলের হয়েও দুই মৌসুম খেলেছেন।
আগামী মৌসুমের আগে নিজেদের মধ্যমাঠের শক্তি বৃদ্ধির দিকে বিশেষ নজর দিচ্ছে আর্সেনাল। লেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমানসকেও দলে টানার চেষ্টা করছে তারা। অল্পের জন্য চ্যাম্পিয়ন্স লিগ মিস করায় দলবদলের বাজারে প্রতিভাবান খেলোয়াড়দের এমিরটসে আসতে উদ্বুদ্ধ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে গানারদের।
বিজ্ঞাপন
নতুন মৌসুমকে সামনে রেখে এরই মধ্যে একটি সাইনিং সম্পন্ন করেছে আর্সেনাল। ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো থেকে দেশটির ১৮ বছর বয়সী ফরোয়ার্ড মার্কুইনোসকে দলভুক্ত করেছে তারা। ফাবিও ভিয়েইরা হতে পারেন এই গ্রীষ্মে আর্সেনালের দ্বিতীয় সাইনিং।
এইচএমএ