২০ জুন থেকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ পুনরায় শুরু হবে। দেশের শীর্ষ রেফারিরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাঁশি না বাজানোর সিদ্ধান্ত নিয়েছেন। খেলা শুরু হওয়ার ৭২ ঘন্টা আগেও বাফুফেকে এ নিয়ে কাজ করতে হচ্ছে। 

আজ নতুন রেফারিদের কোর্সের সমাপনী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান, হেড অফ রেফারিজ রেফারিদের দাবি দাওয়ার বিষয়টি আলোচনা করেন৷ বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ রেফারিদের দাবি দাওয়া প্রসঙ্গে বলেন, ‘যাতায়াত ভাড়ার বিষয়টি রেফারিরা যেটা বলেছেন সেটা অত্যন্ত যৌক্তিক। আমরা যেটা প্রস্তাব করেছি এতে তেমন বাড়ে না যাতায়াত ভাড়া।’ 

বাফুফে রেফারিদের দাবির প্রেক্ষিতে ২৪০০ টাকার সম্মানী ৩৫০০ টাকা করেছে। রেফারিরা আগে ৫ হাজার ম্যাচ ফি দাবি করলেও এখন ৫০০ কমিয়ে সাড়ে চার হাজার দাবি করেছে। সম্মানীর বিষয়টিও বাফুফে পর্যালোচনা করবে, ‘রেফারিরা ম্যাচ প্রতি ফি সাড়ে চার হাজার টাকা চেয়েছেন। আমরা আমাদের সাধ্য ও সামর্থ্য বিবেচনা করে বিষয়টি দেখব৷’ 

সোমবার থেকে খেলা শুরু। ম্যাচের আগের দিন রেফারি বরাদ্দ হয়। সেই হিসেবে ৪৮ ঘন্টা কম সময়৷ রেফারিদের চাহিদা মোতাবেক ফি অনুযায়ী প্রথম লেগের বিল না পেলে বাশি না বাজানোর হুমকি রেফারিদের। এই পরিস্থিতিতে আগামীকাল বিষয়টি সমাধানের ইঙ্গিত বাফুফে সাধারণ সম্পাদকের, ‘রেফারিজ কমিটির চেয়ারম্যান (আব্দুস সালাম মুর্শেদী) আজ খুলনা অবস্থান করছেন। কাল তিনি ঢাকা আসলে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ বা সিদ্ধান্ত নেয়া হবে৷ আশা করছি নির্ধারিত সুচিতে সুষ্ঠভাবে খেলা পরিচালনা হবে৷’

এজেড/এইচএমএ