১৯৮৪ সালে বিশ্বরেকর্ড ফি দিয়ে বার্সেলোনা থেকে ডিয়েগো ম্যারাডোনাকে দলে ভিড়িয়েছিল ইতালিয়ান সিরি আ ক্লাব নাপোলি। নাপোলিকে তো তাদের ইতিহাসের সেরা সময় এনে দিয়েছিলেনই, সঙ্গে সিরি আ’র জৌলুসও বাড়িয়ে দিয়েছিলেন বহুগুন। ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন বিশ্বাস করেন, আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া যদি জুভেন্টাসে যোগ দেন, তাহলে ম্যারাডোনার মতোই ফের সিরি আ’কে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন তিনি।

দীর্ঘ সাত মৌসুম পার্ক দে প্রিন্সে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির হয়ে মাঠ মাতিয়েছেন ডি মারিয়া। গত মৌসুম শেষে পিএসজিকে বিদায় জানানো এই আর্জেন্টাইন ফরোয়ার্ড এখন ফ্রি এজেন্ট। আগামী মৌসুমে কোন ক্লাব পাড়ি জমাবেন সেই সিদ্ধান্ত এখনো নেননি, তবে তাকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে জুভেন্টাস।

ডি মারিয়া পিএসজি ছাড়ার আগ থেকেই তার সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইতালিয়ান জায়ান্টরা। ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, ডি মারিয়াকে এক বছরের চুক্তির প্রস্তাবও দিয়েছে তারা।

দীর্ঘ সময় জুভেন্টাসের অধিনায়কত্ব করেছেন ক্লাব কিংবদন্তি বুফন। পিএসজিতে এক মৌসুম খেলেছেন ডি মারিয়ার সঙ্গেও। গ্যাজেত্তা দেল্লো স্পোর্টের সঙ্গে আলাপচারিতায় সাবেক সতীর্থের জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জনের বিষয়ে নিজের মত ব্যক্ত করে বুফন বলেন, ‘এখন ডি মারিয়ার সিরি আ’তে আসা হবে ম্যারাডোনার মতো। আমি কি বুঝাতে পারছি? ফুটবলাররা কোথায় কোন প্রেক্ষাপটে খেলছে সেটার ওপর নির্ভর করে তাদের মূল্যায়ন করা উচিৎ। সিরি আ এখন টেকনিক্যালি খুব ভালো অবস্থায় নেই, আর ডি মারিয়া টেকনিকের দিক দিয়ে খুবই ভালো।’

‘গোলমুখে সঠিক সিদ্ধান্ত নিতে পারদর্শী, সহজেই প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে বল নিয়ে এগিয়ে যেতে পারে। গোল বানিয়ে দিতে পারে, পুরো মাঠ চষে বেড়ায়। এছাড়া দলে বিভিন্ন ভূমিকায় খেলতে পারে। এককথায়, সে একজন ফুটবলার।’

৩৪ বছর বয়সী ডি মারিয়া তার সেরা সময়কে পেছনে ফেলে এসেছেন বলে মত ফুটবল পণ্ডিতদের। তবে ৪৪ বছরের বুফন এই মতের সঙ্গে মোটেই একাত্মতা প্রকাশ করেননি, ‘আমার বয়স ৪৪, আমি এখনো খেলতে পারি। বয়স কোনো ব্যাপার না, আপনার আগ্রহ, প্যাশন এগুলো গুরুত্বপূর্ণ। ডি মারিয়া যদি জুভেন্টাসে যোগ দেয়, তার মানে সে এখনো উদ্যমী।’

এইচএমএ