আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলের মান তলানিতে। ঘরোয়া পর্যায়ে অনেক ফুটবলারের অসাধারণ স্কিল দেখা যায় মাঝে মধ্যে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে বিশেষ স্কিল সম্পন্ন ফুটবলার চোখে পড়ে। চলমান জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নিশিপে সাবেক জাতীয় ফুটবলার ও স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়ার চোখে অনেক ফুটবলারের স্টাইল মেসি-রোনালদোর মতো। 

আজ বাফুফে ভবনে স্কুল ফ’টবলের ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে বিজন বড়ুয়া বলেন, ‘আসলেই এই স্কুল ফ’টবলে অনেক ভালো মানের ফুটবলার রয়েছে। মেসি-রোনালদো স্টাইলে অনেক খেলোয়াড় গোল করেছে’। বিদেশি সুপারস্টার ছাড়াও এই স্কুল ফুটবলে দেশের কিংবদন্তিদেরও ছায়া খুজে পেয়েছেন অনেকের মাঝে, ‘সাব্বির ভাই ও মুন্না ভাইয়ের স্টাইলে অনেককে খেলতে দেখেছি। তারা ফ’টবলের সঙ্গে থাকলে অবশ্যই ভবিষ্যত সাব্বির মুন্না বেরিয়ে আসবে।’

আরও পড়ুন >> মেসির ভয়েই ইউনাইটেড ছাড়তে চাইছেন রোনালদো!

স্কুল ফুটবলের প্রতি আসরেই এ রকম প্রতিভার দেখা মেলে। পরে আবার তারা হারিয়ে যান। এবার সেই প্রতিভা ধরে রাখার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা বাফুফের কোচের মাধ্যমে ৭০-৮০ জনের তালিকা করেছি। সেই তালিকা ডেভলপমেন্ট কমিটিকে দেব। তারা সেই তালিকা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।’

আগামীকালের ফাইনালে শিরোপার জন্য খেলবে বেনাপোল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ। গ্রুপ পর্যায়ে দুই দলের মুখোমুখিতে যশোরের বেনাপোল ৪-০ গোলে জিতেছিল। ফাইনালেও সেই জয়ের ধারাবাহিকতা রাখতে চান বেনাপোলের কোচ সাব্বির আহমেদ পলাশ, ‘আমি আশাবাদী আমার দল ভালো খেলে জিততে পারবে।’

আরও পড়ুন >> জার্সি বিক্রির হিসাবে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

সেমিফাইনালে তার দলের ফুটবলার আকাশ লাল কার্ড দেখায় ফাইনালে থাকছেন না। আকাশের না থাকাকে কাজে লাগাতে চান নীলফামারীর কোচ ওয়াহাব, ‘সেই খেলোয়াড় আমাদের বিরুদ্ধে জোড়া গোল করেছিল। তার না থাকা আমাদের জন্য সুবিধা। আশা করি আমার ফুটবলাররা সেটা কাজে লাগাতে পারবে।’

দুই দলের অধিনায়ক সাইদুর রহমান রাহুল ও নাইম ইসলাম নিজ নিজ দলকে শিরোপা উপহার দেয়ার জন্য মুখিয়ে আছেন। বেনাপোলের কোচ সাব্বিরের মুখে তার অধিনায়ক রাহুলের প্রশংসা ঝরেছে অনেক। আগামীকাল বুধবার বিকেলে রাহুল তার কোচের এই স্তুতি কতটুকু সফল করেন সেটাই দেখার বিষয়। 

এজেড/এটি/এইচএমএ