‘গুরুতর’ অভিযোগে আটক ‘শীর্ষ’ ফুটবলার, শঙ্কায় বিশ্বকাপে খেলা
যৌন নির্যাতনের অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এক ফুটবলারকে আটক করেছে যুক্তরাজ্যের পুলিশ। গত জুনে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে সোমবার (৪ জুলাই) রাতে তার বার্নেটের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার তার ক্লাবের অন্যতম সেরা। আসন্ন কাতার বিশ্বকাপে দেশের হয়েও খেলার কথা তার।
বিজ্ঞাপন
আরেক ব্রিটিশ ট্যাবলওয়েড সানের তথ্যমতে, সোমবার রাত ৩ টায় পুলিশের ছয়টি গাড়ি সেই ফুটবলারের বার্নেটের বিলাসবহুল ম্যানশন থেকে তাকে আটক করা হয়। এই ফুটবলার গত জুনে ভূমধ্যসাগরে অবকাশ যাপনের সময় এক নারীকে ধর্ষণ করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
আরও পড়ুন >> যৌন নির্যাতনের অভিযোগে স্পেনে আটক জার্মান ফুটবলার
বিজ্ঞাপন
যুক্তরাজ্যে ফিরে গত রোববার (৩ জুলাই) বিস্তারিত তথ্য দিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এ সময় নির্যাতনের ফলে তার শরীরে আঘাতের চিহ্ন সংবলিত ছবিও গোয়েন্দাদের দেখিয়েছেন তিনি।
২০২২-২৩ মৌসুমকে সামনে রেখে শুরু হয়েছে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর প্রাক-মৌসুম অনুশীলন। আটক হওয়ায় ক্লাবের হয়ে প্রাক-মৌসুমের অনুশীলন এবং ম্যাচগুলো মিস করতে যাচ্ছেন সেই ফুটবলার।
এইচএমএ