নিলাম অনুষ্ঠানে আইপিএল শিরোপাটি/ ছবি: আইপিএল২০ডটকম

করোনাভাইরাসের কবলে পড়ে গেল বছরের আইপিএল আয়োজন করতে হয়েছিল দেশের বাইরে। তবে এবার করোনার সংক্রমণের হার কম, তাই দেশেই হবে আসন্ন আসরটি। তবে কমে আসতে পারে ভেন্যুসংখ্যা, ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন চলছে এমনটাই।

আসন্ন আইপিএল হবে দর্শকদের নিয়েই। তবে আইএসএলের দেখানো পথ ধরে এবারের আইপিএল হতে পারে দুটি মাত্র শহরে। সে শহর দুটো হতে পারে মুম্বাই আর আহমেদাবাদ, এমন জোর গুঞ্জন চলছে ভারতীয় গণমাধ্যমে। ওয়াংখেড়ের পাশাপাশি নবনির্মিত মোতেরাতেও হতে পারে টুর্নামেন্টের খেলাগুলো। এমনটাই ইঙ্গিত দিয়েছেন আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের প্রধান কার্যনির্বাহী পার্থ জিন্দাল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মুম্বাইয়ের পাশাপাশি মোতেরাতেও আইপিএল ১৪ আয়োজনের ব্যাপারে ভাবনা-চিন্তা করছেন আইপিএলের কর্তারা। তবে সিদ্ধান্ত না হলেও এই নিয়ে আলোচনা চলছে জোরেশোরেই।

এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে মুম্বাইয়ে লিগের ম্যাচ এবং মোতেরায় সমস্ত প্লে-অফের ম্যাচ খেলা হতে পারে, আভাস দেন পার্থ। করোনা পরিস্থিতির পাশাপাশি দলগুলোর খরচের পরিমাণ মাথায় রেখেই এ আলোচনায় নেমেছেন আইপিএল কর্তারা, জানিয়েছেন তিনি।

এনইউ