বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ভারতের ফুটবল ক্লাবের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন। জামশেদপুর এফসি সহকারী প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। তার সঙ্গে থাকবেন বাংলাদেশে গোলরক্ষক কোচ হিসেবে কাজ করা লিস ক্লিভলি। 

বাংলাদেশের ফুটবলে জেমি-স্টুয়ার্ট জুটি ছিল বছর দু’য়েকের বেশি সময়। জেমির অসুস্থতায় একটি ম্যাচে ভারপ্রাপ্ত কোচের দায়িত্বও পালন করেছিলেন বৃটিশ কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। জেমি হেড কোচ হলেও অনুশীলন পরিকল্পনা এবং ট্যাকটিকস সহ বিভিন্ন বিষয়ে স্টুয়ার্টের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 

জেমির সঙ্গে বাফুফের সম্পর্কের অবনতি হয় গত বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের আগে। এর কয়েক মাস আগেই স্টুয়ার্টের সঙ্গে বাফুফের সম্পর্কের ইতি ঘটে। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার এক বছরের আগেই আবার এই দক্ষিণ এশিয়ায় আসছেন। বাংলাদেশে জাতীয় দলে ছিলেন সহকারী কোচ ভারতের ক্লাব ফুটবলেও সেই সহকারীরই দায়িত্বে। 

এজেড/এটি/এনইউ