বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারিত হয়েছে। এখন লড়াইটা মূলত অবনমন এড়ানোর। আজ বুধবার উত্তর বারিধারা ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। 

এই ড্রয়ে চট্টগ্রাম আবাহনী ২০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সমান সংখ্যক ম্যাচে উত্তর বারিধারা ১৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে। আজকের এক পয়েন্ট তাদেরকে রেলিগেশন জোনে থাকা মুক্তিযোদ্ধার চেয়ে ২ পয়েন্ট দূরত্বে আছে। 

গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের দশ মিনিটে সাখাওয়াত হোসেন রনির গোলে লিড নেয় মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী। ৩৬ মিনিটে রহমানের গোলে ব্যবধান দ্বিগুণ হয়৷ ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মারুফের দল। 

বিরতির পর উত্তর বারিধারা ম্যাচে ফিরতে মরিয়া। পাঁচ মিনিটের মধ্যে বিদেশি ফুটবলার ফজিলভের গোলে ম্যাচে ফেরে বারিধারা। ৭৮ মিনিটে হোসেনের গোলে ম্যাচে সমতা আনে রেলিগেশনের শঙ্কায় থাকা দলটি৷ শেষ কয়েক মিনিট উভয় দল গোলের চেষ্টা করে ব্যর্থ হলে ২-২ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

এজেড/এটি