বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন, রেলিগেশন সবই নিষ্পত্তি হয়ে গেছে। আজ মঙ্গলবার শেষ দিন শুধু অপেক্ষা ছিল সর্বোচ্চ গোলদাতা নিশ্চিত হওয়ার। গতকাল জোড়া গোল করে চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড ২০ গোলে অবস্থান করছিলেন। আজ শেষ দিন তাকে টপকানোর জন্য ৪ গোল প্রয়োজন ছিল মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতের। রহমতগঞ্জের ৭-০ গোলে হারানোর ম্যাচে তিনি চার গোল করে এবারের লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

ঐতিহ্যবাহী মোহামেডান প্রিমিয়ার ফুটবলে শিরোপা রেসে নেই বেশ কয়েক মৌসুম। এবারের আসরে আজ শেষ ম্যাচে রহমতগঞ্জকে ৭-০ গোলে হারিয়ে অনেক কিছুই নিজেদের সঙ্গী করে নিয়েছে। দুই রাউন্ড আগে উত্তর বারিধারাকে ৭-০ গোলে হারিয়েছিল সাইফ স্পোর্টিং। এই লিগে সেটিই ছিল সর্বোচ্চ গোল ও ব্যবধানের জয়। মোহামেডান শেষ দিনে সেটি ছুঁয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ আজ শেষ হয়েছে। শেষ দিনে দুটি ম্যাচ ছিল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ৭-০ গোলে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জকে আরেক ম্যাচে স্বাধীনতা সংঘকে ৪-১ গোলে হারায় শেখ রাসেল।

মোহামেডানের গোল বন্যার যাত্রা শুরু হয় ১৭ মিনিটে আসিফের মাধ্যমে। অধিনায়ক সুলেমান দিয়াবাতে ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। নাইজেরিয়ান ওবি মনেকের গোলে সাদাকালোরা ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরো চার গোল হজম করে রহমতগঞ্জ। ৬৭-৭৯ এই ১২ মিনিটের মধ্যে তিন গোল করেন মোহামেডানের অধিনায়ক। ইনজুরি সময়ে হোসেন মিয়ার গোলে ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা। 

রাজশাহী স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে স্বাগতিক স্বাধীনতা ক্রীড়া সংঘ হেরেছে। সফরকারী শেখ রাসেল ক্রীড়া চক্র প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয়। ৫১ মিনিটে পেনাল্টি থেকে স্বাধীনতা এক গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে। ৭৩ মিনিটে মোল্লার গোলে রাসেল ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় পরাজয় ড্র পয়েন্ট গোলব্যবধান
বসুন্ধরা কিংস ২২ ১৮ ৫৭ ৩২
ঢাকা আবাহনী ২২ ১৪ ৪৭ ২৪
সাইফ স্পোর্টিং ২২ ১১ ৩৭ ২১
শেখ জামাল ২২ ৩৫
মোহামেডান ২২ ৩৩ ১৩
শেখ রাসেল ২২ ৩১
চট্টগ্রাম আবাহনী ২২ ৩১ -৩
বাংলাদেশ পুলিশ ২২ ৩০ -৪
মুক্তিযোদ্ধা সংসদ ২২ ১৩ ১৯ -১৫
রহমতগঞ্জ ২২ ১২ ১৮ -১৩
বারিধারা ২২ ১৪ ১৪ -৩৪
স্বাধীনতা সংঘ ২২ ১৬ ১০ -২৮

এজেড/এটি