ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ ফাইনাল নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র। ম্যাচটি এখন অতিরিক্ত ৩০ মিনিটে চলছে। 

অতিরিক্ত ৩০ মিনিটের প্রথম তিন মিনিটের মধ্যে ভারত দুই গোল করে লিড নেয়। ম্যাচের দ্বিতীয় মিনিটে মিডফিল্ড থেকে বাড়ানো থ্রু পাসে ডান প্রান্তে বলের নিয়ন্ত্রণ নিয়ে হিমাচুচাংরা আগুয়ান গোলরক্ষক আসিফকে পরাস্ত করেন। পরের মিনিটে গোল করেন গুরকিরাত সিং। এটাও লম্বা বাড়ানো এক বলে আগুয়ান গোলরক্ষককে পরাস্তের পরিণতি। এই গোলের মাধ্যমে গুরকিরাত হ্যাটট্রিক করেন। হ্যাটট্রিকের উল্লাসে জার্সি খুলে হলুদ কার্ড দেখেছেন। কিন্তু এই গোলের মাধ্যমে ভারতের জয়ের ভিত তৈরি হয়।

স্বাগতিক ভারতের বিপক্ষে দুর্দান্তভাবে লড়ছে বাংলাদেশ। পেন্ডুলামের মতো ম্যাচটি কখনো বাংলাদেশের নিয়ন্ত্রণে আবার কখনো ভারতের। ৪৭ মিনিটে শাহীনের গোলে বাংলাদেশ লিড নেয়ার কিছুক্ষণ পরেই ভারত গুর কিরাতের গোলে সমতা আনে। 

ডিফেন্ডার শাহীন শুধু গোল করে নয়, গোল সেভ করেও বাংলাদেশকে বাঁচিয়েছেন। ৬৯ মিনিটে ভারতের এক সংঘবদ্ধ আক্রমণে গোলরক্ষক আসিফ পরাস্ত হয়েছিলেন। বল গোললাইন ক্রস করার মুহুর্তে ক্লিয়ার করেন শাহীন। 

বাংলাদেশের গোলরক্ষক আসিফ দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। বিশেষ করে ম্যাচের ৯০ মিনিটে বাম দিকে ঝাপিয়ে পড়ে।

এজেড/এইচএমএ