ম্যাচের ফল পক্ষে না আসলে কোচরা অজুহাত দাঁড় করান, তবে অজুহাতেরও তো কিছু রকমফের আছে। ইয়ুর্গেন ক্লপ অবশ্য সেসবের ধার ধারেন না, ম্যাচের ফল এদিক-সেদিক হলেই প্রাকৃতিক নানা বিষয়কে কাঠগড়ায় তোলেন লিভারপুল কোচ। কখনো বাতাস, কখনো ঘাসের দৈর্ঘ্য হয়েছে তার নিশানা। প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচেই ফুলহামের কাছে পয়েন্ট খুইয়ে এবার মাঠের শুষ্কতাকে কাঠগড়ায় তুলেছেন এই জার্মান।

ঘরের মাঠে লিগ মৌসুমের প্রথম দিনেই ক্লপের লিভারপুলকে ২-২ গোলে রুখে দিয়েছে এই মৌসুমে প্রিমিয়ারে উঠে আসা ফুলহাম। দলটির অধিনায়ক অ্যালেক্সান্ডার মিট্রোভিচের দুই গোলে দুইবার পিছিয়ে পড়েও দারউইন নুনেজ এবং মোহামেদ সালাহর গোলে ম্যাচ বাঁচিয়েছে অলরেডরা।

আরও পড়ুন >> সালাহ-নুনেজের গোলের পরও পুঁচকে ফুলহামে আটকে গেল লিভারপুল

ম্যাচের পর বিটিস্পোর্টের ডেস কেলির সঙ্গে সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘এই ম্যাচের সেরা বিষয়টা হচ্ছে ফলাফল। একটা খুবই বাজে ম্যাচ। এমনটা কীভাবে হয়? ম্যাচের শুরু থেকেই (খেলোয়াড়দের) অ্যাটিচিউড ঠিক ছিল না। (খেলা শুরুর) ১৫ মিনিট পর আমরা প্রতিক্রিয়া দেখিয়েছি। আর মাঠও শুকনো ছিল। খুবই কঠিন।’

ক্লপের এই বিচিত্র অজুহাতের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে হাস্যরস হচ্ছে বেশ। একজন টুইটার ব্যবহারকারী ক্লপের অভিযোগ শুনে লিখেছেন, ‘জনাব অজুহাত ফিরেছেন।’

আরও পড়ুন >> নিজের বিয়েতে যেতে পারেননি, পাঠালেন ভাইকে

আগামী ১৬ আগস্ট অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল।

এইচএমএ