৬৬৯ কোটি টাকায় স্ট্রাইকার কিনে ইপিএলকে বার্তা দিয়ে রাখল নিউক্যাসল
সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড নামক প্রতিষ্ঠান গেল বছর কিনে নিয়েছিল নিউক্যাসল ইউনাইটেডকে। এরপর থেকেই দলটিতে বইছে নতুন দিনের হাওয়া। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে ক'দিন আগেই কিনেছিল রেকর্ড অর্থ খরচ করে।
তার বছর না ঘুরতেই দলটি নিজেদের রেকর্ড ভাঙতে চলেছে। রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাককে কিনছে দলটি। অ্যাথলেটিক জানাচ্ছে, তাকে দলে ভেড়াতে নিউক্যাসলের খরচ হচ্ছে ৬৬৯ কোটি টাকা। দুই পক্ষ এই বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, ফলে শিগগিরই আসছে আনুষ্ঠানিক ঘোষণা।
বিজ্ঞাপন
এই দলবদলের ফলে ২২ বছর বয়সী এই স্ট্রাইকার বনে যাবেন নিউক্যাসল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়। এর আগে এই তকমাটা ছিল ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসের দখলে।
ইসাককে দলে ভেড়ানোর ক্ষেত্রে আর্সেনালের নামও উঠে এসেছে বেশ কয়েকবার। তবে শেষমেশ নিউক্যাসলই দলে ভেড়াল ইউরোপের অন্যতম প্রতিভাবান তরুণ এই স্ট্রাইকারকে।
বিজ্ঞাপন
২০১৯ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সোসিয়েদাদে যোগ দেন তিনি। এরপর স্প্যানিশ ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচে তিনি ৩৩ গোল করেছেন। গেল গ্রীষ্মে সুইডেনের হয়ে খেলেছেন ইউরোতেও। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৩৭ ম্যাচে করেছেন ৯ গোল।
চলতি গ্রীষ্মে ইসাক হতে চলেছেন নিউক্যাসলের চতুর্থ রিক্রুট। এর আগে গোলরক্ষক নিক পোপ আর দুই ডিফেন্ডার ম্যাট টারগেট ও সভেন বটমানকে দলে ভিড়িয়েছে দলটি।
এনইউ