শেষ এক বছরে কারিম বেনজেমা তার ক্যারিয়ারের সেরা মৌসুমটাই কাটিয়েছেন। অনবদ্য সব পারফর্ম্যান্সের পসরা সাজিয়ে বসেছিলেন, দলকে জিতিয়েছেন লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ফলে অবধারিতভাবেই ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছে তার হাতে। এরপর ব্যক্তিগত টুইটারে ‘আলহামদুলিল্লাহ’ বলে প্রতিক্রিয়া জানালেন তিনি। 

গেল এক মৌসুমে ৪৬ ম্যাচ খেলে বেনজেমা করেছেন ৪৪ গোল। লা লিগায় তিনি করেছেন ২৭ গোল, সুপারকোপা দে এস্পানায় লক্ষ্যভেদ করেছেন দু’বার, ১৫ গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগে। এরপর ফ্রান্স জাতীয় দলেও তিনি পারফর্ম করেছেন বেশ। দশ ম্যাচে করেছেন ৬ গোল।

আরও পড়ুন>> উয়েফা বর্ষসেরার মঞ্চে রিয়াল-বার্সার রাজত্ব

এমন পারফর্ম্যান্সের পর তার পুরস্কারটা জেতা নিয়ে কোনো সন্দেহ ছিল না আদৌ। গতকাল উয়েফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এর ব্যত্যয় ঘটেওনি। বেনজেমার হাতেই উঠেছে ইউরোপসেরার শিরোপাটা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি খুবই আনন্দিত। প্রথমবারের মতো এই পুরস্কারটা জিতেছি আমি। তবে আমার কাছে দলের শিরোপাগুলোই বেশি গুরুত্ব রাখে।’

আরও পড়ুন>> রোজা রাখার পর হ্যাটট্রিক বেনজেমার!

২০১১-১২ মৌসুমে এই পুরস্কারটা উঠেছিল আন্দ্রেস ইনিয়েস্তার হাতে, এরপর ফ্র্যাঙ্ক রিবেরি, ক্রিশ্চিয়ানো রোনালদো (৩ বার), লিওনেল মেসি, লুকা মড্রিচ, ভার্জিল ফন ডাইক, রবার্ট লেভান্ডভস্কি, আর জর্জিনিওর হাতে উঠেছিল এই পুরস্কার। এরপর এবার বেনজেমা জিতলেন এই শিরোপা।

এরপর তিনি টুইটারেও জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। পুরস্কার হাতে নিজের একটা ছবি তো দিয়েছেনই, কার্লো অ্যানচেলত্তির সঙ্গে একটা ছবিও সঙ্গে পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন>> জুভেন্তাসের বেনজেমা হবে ডি মারিয়া

তারই ক্যাপশনে লিখেছেন, ‘অনেক বছর ধরে যে কঠোর পরিশ্রম করে এসেছি, এই ট্রফিটা তারই পুরস্কার। আমার ক্লাব রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ। আমার সতীর্থ ও কোচিং স্টাফ যারা আমাকে এই পুরস্কার জিততে সহায়তা করেছেন তাদেরও।’

‘সব শেষে আমার পরিবারকে ধন্যবাদ। আমার সব ভক্তদেরও, যারা প্রতিদিন সমর্থন দিয়ে গেছেন আমাকে।’ এরপর তিনি জুড়ে দেন দুটো হ্যাশট্যাগ, যার প্রথমটি ছিল তার ট্রেডমার্ক ‘নুয়েভ’, যার মানে নাম্বার নাইন, রিয়াল মাদ্রিদে তার জার্সি নম্বর আর মাঠে তার খেলার জায়গা যা। এরপর তিনি স্রষ্টাকে ধন্যবাদ জানিয়ে জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ আলহামদুলিল্লাহ, যা তিনি প্রায় প্রতিটি সফলতার পর করা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেই জুড়ে থাকেন।

এনইউ