সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। আগের ১৯২তম অবস্থানেই রয়েছেন জামাল ভূঁইয়ারা। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় দু’টি প্রীতি ম্যাচের মাধ্যমে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। 

কম্বোডিয়া ও নেপাল ম্যাচের জন্য আজ থেকে অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজ প্রথম সেশন হাল্কা মেজাজেই ছিল। আগামীকাল থেকে মূল অনুশীলন শুরু হবে। সেপ্টেম্বরে দুই ম্যাচ জিতে বাংলাদেশ অধিনায়ক র‍্যাঙ্কিংয়ে নিজেদের পরিবর্তন ঘটাতে চান, ‘আমরা দু’টি ম্যাচ জিতলে র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে যাব। সেই লক্ষ্যে আমরা খেলব।’ 

কম্বোডিয়া এবং নেপাল দুই দলই বাংলাদেশের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে। এরপরও অধিনায়ক দুই ম্যাচেই জিততে আশাবাদী, ‘বাহরাইনের সঙ্গে খেলা হলে আমাদের জয়ের সম্ভাবনা থাকে ২০-৩০ শতাংশ। যখন বাহরাইন ও নেপালের সঙ্গে খেলা তখন সেটা ফিফটি ফিফটি ও এর বেশিও হয়।’ তিন সপ্তাহের অনুশীলন এই দুই ম্যাচের জন্য যথেষ্ট মনে করেন তিনি। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হয়েছে তিন সপ্তাহের বেশি। এই সময় ফুটবলাররা পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। ফুটবল থেকে তিন সপ্তাহের এই দূরত্বে ফিটনেসে ঘাটতির কোনো প্রভাব দেখছেন না কোচ হ্যাভিয়ের, ‘ফুটবলারদের বিশ্রামেরও প্রয়োজন রয়েছে। বিশ্রাম কাটিয়ে আবার ফুটবলে ফিরেছে। ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই।’ 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেই ফুটবলাররা আন্তর্জাতিক পর্যায়ে আসেন। গত কয়েক বছরে বাংলাদেশ লিগের মান মূল্যায়ন করলেন অধিনায়ক এভাবে, ‘লিগ বেশ ভালোই। ৫-৬ টি দল লিগ সেরা হওয়ার জন্য খেলে। তবে বসুন্ধরা একটু আলাদা।’ 

দুই ম্যাচের জন্য কোচ ২৭ জন ফুটবলার ডেকেছেন। গতকাল ২৭ জনই রিপোর্টিং করেছেন। ফরোয়ার্ড সুমন রেজা রিপোর্টিং ও নৈশভোজ করে ক্যাম্প ছেড়ে বিমানবাহিনীতে গিয়েছেন। আজ অনুশীলনে ছিলেন না। সুমন রেজা এখন ক্যাম্পে না থাকলেও তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ম্যানেজার ইকবাল হোসেন, ‘সে বিমানবাহিনীতে গিয়েছে ছুটি নিয়ে আলোচনা করার জন্য। আমরা ফেডারেশন থেকেও জাতীয় স্বার্থে তাকে ছুটি দেয়ার বিষয়ে বিমানবাহিনীর সঙ্গে আলোচনা করছি।’ 

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা রয়েছে। বিমানবাহিনী সেই প্রতিযোগিতার আয়োজক। সুমন বিমানবাহিনীর অন্যতম সেরা ফুটবলার। শেষ পর্যন্ত সুমন জাতীয় দলে খেলার জন্য ছুটি না পেলে তার পরিবর্তে বিকল্প নেয়ার জন্য ভাবছেন না কোচ হ্যাভিয়ের, ‘আমি এখনই বিকল্প ভাবতে চাই না। আশা করি সে আমাদের সঙ্গে অনুশীলনে ফিরতে পারবে।’ 

এজেড/এনইউ