সাফ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার লক্ষ্যে নেপালের কাঠমান্ডুতে পৌছেছেন সাবিনারা। শনিবার সকালে রওনা হয়ে দুপুরে কাঠমান্ডু পৌঁছে দ্য সলটি হোটেলে উঠে বাংলাদেশ নারী ফুটবল দলটি।

সাবিনাদের সঙ্গে আজ একই ফ্লাইটে কাঠমান্ডু পৌছেছেন বাংলাদেশের দুই রেফারি জয়া চাকমা ও সালমা আক্তার। বাংলাদেশের এই দুই ফিফা রেফারি ও সহকারী রেফারি টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা করবেন। 

আগামীকাল বিকেলে পৌঁনে পাঁচটায় আর্মি হেডকোয়ার্টার মাঠে অনুশীলন করবেন সাবিনারা। ৬ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে সাত দেশের এই প্রতিযোগিতা। উদ্বোধনের পরের দিন এ-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে মালদ্বীপের বিপক্ষে। এই গ্রুপের অন্য দুই দল পাকিস্তানের বিপক্ষে ১০ সেপ্টেম্বর এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ১৩ সেপ্টেম্বর লড়বেন সাবিনারা।

বাংলাদেশরে জাতীয় দলটি তারুণ্য নির্ভর। অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও সিরাত জাহান স্বপ্নারা ছাড়া বাকি সবাই খেলে থাকেন থাকেন বয়সভিত্তিক টুর্নামেন্টে। জাতীয় দলে খেলে খেলে এখন কিছুটা অভিজ্ঞতা বাড়িয়েছেন তারা।

বি-গ্রুপে খেলছে ভুটান, শ্রীলংকা ও স্বাগতিক নেপাল।  টুর্নামেন্টে দুই গ্রুপের সর্বোচ্চ পয়েন্টধারী চার দল সেমিফাইনাল খেলবে ১৬ সেপ্টেম্বর। ১৯ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

সাফের গত পাঁচ আসরের সবকটিতেই শিরোপা জিতেছে ভারত। চারবারের রানার্সআপ নেপাল ও একবার বাংলাদেশ।

এজেড/এইচএমএ