বড়দের মতো ছোটদের দ্বৈরথটাও দারুণ জমেছিল। দুই দলের জার্সির উত্তাপ দেখা গেছে জুনিয়র আবাহনী- মোহামেডান লড়াইয়ে। তবে বাফুফে অনুর্ধ্ব-১৮ লিগের লড়াইটি অমীমাংসিত থেকে গেছে।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশুন্য। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সাদা কালোরা ৬০ মিনিটে রাতুলের গোলে লীড নেয়। রাতুলের গোলে মোহামেডান জয়ের অপেক্ষায় ছিল। সেই মুহূর্তে সাদা কালোদের স্বপ্ন ভঙ্গ করেন আসিফ। ইনজুরি সময়ে তার করা গোলে আবাহনী ম্যাচে সমতা আনে। 

একই দিন অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ ১-০ গোলে হারায় স্বাধীনতা ক্রীড়া সংঘকে। আকাশ মিয়া ১৬ মিনিটে একমাত্র জয়সূচক গোল করেন। 

চ্যাম্পিয়নশীপ লিগের অ-১৬ টুর্নামেন্টে নিজ নিজ ম্যাচে জিতেছে নোফেল স্পোর্টিং ও উত্তরা এফসি লিমিটেড। নোফেল ৪-২ গোলে উত্তরা ব্যাংককে এবং উত্তরা ৫-১ গোলে ফকিরাপুলকে হারায়।

এজেড/এনইআর