দুই গোলে মোহামেডানের দুই ধাপ উন্নতি
মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে। এটা সাদা কালো শিবিরের পঞ্চম জয়। এই জয়ে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে তারা। সাইফ স্পোর্টিংয়েরও সমান ১৯ পয়েন্ট কিন্তু গোল ব্যবধানে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পঞ্চম। সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ১১তম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচ খেলতে নেমেছিল নিষেধাজ্ঞা নিয়ে। মোহামেডানের দলনেতা আবু হাসান চৌধুরি প্রিন্স তিন ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। নিষেধাজ্ঞা থাকায় ডাগ আউটে থাকতে পারেননি এই সংগঠক। ব্রিটিশ কোচ শেন লীকেও সতর্ক করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।
বিজ্ঞাপন
চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করার পরের ম্যাচেই ফের জয়ের ধারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের দুই অর্ধের দুই গোলেই জয় পায় তারা। ম্যাচের শুরু থেকেই মুক্তিযোদ্ধার উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মোহামেডান। ম্যাচের ৩৫ মিনিটে মালির ফরোয়ার্ডের গোলে এগিয়ে যায় কোচ শন লেনের দল। ম্যাচের ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন বুরকিনা ফাসোর ডিফেন্ডার মাউনজির কাউলিদিয়াতি।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন