বিদেশি আনল সাইফ পাওয়ার খুলনা
সপ্তাহ খানেক পরেই বাংলাদেশের হকির নতুন অধ্যায় শুরু হচ্ছে। ফ্রাঞ্চাইজ ভিত্তিক হকি লিগের জন্য দলগুলো নিজেদের তৈরির জন্য ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে। প্রায় সব দলেরই বিদেশি খেলোয়াড় এখনো আনার প্রক্রিয়ায় থাকলেও সাইফ পাওয়ার খুলনা ইতোমধ্যে একজন খেলোয়াড় এনেছেন।
গতকাল বুধবার সকালে ভারত থেকে পঙ্কজকে ঢাকায় এনেছে সাইফ পাওয়ার। ড্রাফটের বাইরে একজন খেলোয়াড়কে সরাসরি সাইনিংয়ের সুযোগ রয়েছে। সেই একজন দেশি-বিদেশি যে কেউ হতে পারেন। সাইফ পাওয়ার সরাসরি সাইনিংয়ে বিদেশি খেলোয়াড় নিয়েছে। সেই সরাসরি চুক্তিকৃত খেলোয়াড় গতকাল সকালে এসে বিকেলে অনুশীলনে যোগ দিয়েছে।
বিজ্ঞাপন
ভারত জাতীয় দলে না খেললেও ঘরোয়া হকিতে বেশ পরিচিত মুখ পঙ্কজ। বাংলাদেশে ফ্রাঞ্চাইজ হকির জন্য মুখিয়ে আছেন হরিয়ানার এই তরুণ,‘ আশিক স্যারের পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর আর তেমন ভাবিনি। খেলতে চলে এসেছি। দলের সঙ্গে অনুশীলন ভালোই লেগেছে। আশা করি সাইফ পাওয়ারকে চ্যাম্পিয়ন করাতে পারব’।
ভারত সিনিয়র জাতীয় দলের জার্সি এখনো গায়ে না উঠলেও জুনিয়র পর্যায়ে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন। ভারতের খেলোয়াড়রা বাংলাদেশের হকি লিগে নিয়মিত খেললেও এটাই তার প্রথম আগমন,‘ বাংলাদেশ হকি সম্পর্কে ধারণা রয়েছে তবে এবারই প্রথম বাংলাদেশে এসেছি। ’
বিজ্ঞাপন
এজেড/এটি