জামাল ভুঁইয়া/ ফাইল ছবি

নেপালে টুর্নামেন্ট খেলতে যেতে পারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে না করে দিলে নেপালে খেলতে যাবেন জামাল ভুঁইয়ারা। ২১-৩১ মার্চ ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক সিরিজের পরিকল্পনা নেপালের। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভারতে আই লিগে খেলছেন। আই লিগে জামালের দল কলকাতা মোহামেডান চ্যাম্পিয়নশিপ রাউন্ডে খেলছে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে পাচটি ম্যাচ। চতুর্থ ম্যাচ রয়েছে ২১ মার্চ। পঞ্চম ম্যাচের তারিখ এখনো ঠিক হয়নি। 

বাংলাদেশের ম্যাচ রেখে ভারতের লিগে খেলবেন জামাল ভূঁইয়া? আজ বৃহস্পতিবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ঢাকা পোস্টের প্রতিবেদকের করা প্রশ্নের উত্তরে মোহামেডানের কোচ শঙ্করলাল বলেন, ‘সে আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই শুধু নয়, অন্যতম নেতাও। এই সিদ্ধান্তটা ক্লাবের পক্ষ থেকেই আসা ভালো।’ শেষ দুই ম্যাচে জামাল না থাকলে কেমন প্রভাব পড়তে পারে দলে এই প্রশ্নের উত্তর অবশ্য দেননি শঙ্করলাল। 

১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মোহামেডান টেবিলে চতুর্থ স্থান অর্জন করে। ১০ ম্যাচ শেষে শীর্ষ ছয় দল চ্যাম্পিয়নশিপ রাউন্ড খেলার সুযোগ পাচ্ছে। চ্যাম্পিয়নশীপ রাউন্ডে প্রতি দল পাচটি করে ম্যাচ খেলবে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে অবশ্য প্রথম লেগের পয়েন্ট যোগ হবে। চার্চিল ব্রাদার্সের সঙ্গে ছয় পয়েন্ট পেছনে জামালের দল।

আগামীকাল শুক্রবার তিদিম রেড অ্যাথলেটিক ইউনিয়নের বিপক্ষে কলকাতা মোহামেডানের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় কল্যাণী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। 

আই লিগ পয়েন্ট তালিকা

দল পয়েন্ট
চার্চিল ব্রাদার্স ২২
রাউন্ড গ্লাস ১৮
রিয়াল কাশ্মির ১৭
কলকাতা মোহামেডান ১৬
গোকুলাম কেরালা ১৬
তিদিম রেড ইউনিয়ন ১৬

এজেড/এটি