শুক্রবার ছুটির দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দাপ্তরিক কাজ বন্ধ। এরপরও দুপুরে খানিকটা ব্যস্ততা। উপলক্ষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যরিস্টার ফজলে নূর তাপসের আগমন। 

বাফুফে ভবন সংলগ্ন মসজিদে আজ (শুক্রবার) নামাজ আদায় করেছেন দক্ষিণের মেয়র। জুমার নামাজের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্টিফিশিয়াল টার্ফ পরিদর্শন করেন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ মেয়রকে আর্টিফিশিয়াল টার্ফ, নির্মাণাধীন জিম ঘুরে দেখান। 

বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের আজ মতিঝিলে কর্মসূচি ছিল। বাফুফে ভবন সংলগ্ন মসজিদে নামাজ পড়বেন জানার পর আমিও উপস্থিত হই। এরপর বাফুফে প্রাঙ্গণে সংক্ষিপ্ত সফরের অনুরোধ করলে তিনি সাড়া দেন। খুব সংক্ষিপ্ত এক সৌজন্য সফরে আমাদের ফুটবলের কার্যক্রম ও ভবনের কার্যাদি সম্পর্কে তাকে অবহিত করি। উনি এতে সন্তুষ্টি প্রকাশ করেন।’ 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঢাকার মাঠগুলোকে খেলার উপযোগী করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন, ‘যে সকল মাঠ পরিত্যক্ত বা অবৈধ দখলে আছে সেগুলো দ্রুত উদ্ধার করে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে। এতে তরুণ সমাজ খেলার প্রতি আরও মনোযোগী হবে।’

এজেড/এমএইচ