নেপাল বাংলাদেশকে নিয়ে চারজাতির ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনা করেছিল। করোনার জন্য অধিক সংখ্যক দেশ থেকে সাড়া না পাওয়ায় চার দেশের বদলে তিন দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজনের রূপরেখা চূড়ান্ত করেছে নেপাল। স্বাগতিক নেপাল ও বাংলাদেশের পাশাপাশি তৃতীয় দেশটি হচ্ছে কিরগিজস্তান।

অল নেপাল ফুটবল এসোসিয়েশন (আনফা) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছে। তিন জাতির এই টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিক। প্রতি দল একে অন্যের সাথে একবার করে মুখোমুখি হবে। সবাই দুইটি করে ম্যাচ খেলবে।

দুই ম্যাচ শেষে শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। ২২ মার্চ শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৩০ মার্চ। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। 

আয়োজক নেপাল আনুষ্ঠানিক ঘোষণা দিলেও বাংলাদেশ এখনো আফগানিস্তানের কাছ থেকে মার্চে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত শুনেনি। যদিও আফগানিস্তানের মার্চে বাংলাদেশে আসার সম্ভবনা খুবই ক্ষীণ। সব কিছু মিলিয়ে বাংলাদেশ নেপালে তিন জাতির টুর্নামেন্টে অংশ নিচ্ছে বলাই যায়। 

বাংলাদেশ ফুটবল দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে নেপালের তিন জাতি টুর্নামেন্ট সম্পর্কে ঢাকা পোস্টকে বলেন, ‘কিছুক্ষণ আগে জানলাম বিষয়টি। টুর্নামেন্টটি হলে আমি হয়তো নতুন কিছু ফুটবলারকে পরখ করার সুযোগ পাবে। সেই দৃষ্টিকোণ থেকে এটি অবশ্যই ভালো সুযোগ।’

২২ মার্চ টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করলে নেপালে বাংলাদেশ ১৭ বা ১৮ মার্চ যেতে পারে। সেক্ষেত্রে অধিনায়ক জামাল ভূঁইয়া কলকাতা মোহামেডানের ম্যাচ খেলে সরাসরি ভারত থেকে নেপালে যেতে পারেন। 

এজেড/এমএইচ