রোনালদোর অনুশীলনে কিছুক্ষণ
রাজধানী দোহা থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে আল শাহানি স্পোর্টস কমপ্লেক্স। সেখানেই অনুশীলন ভেন্যু পর্তুগালের। ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুশীলন দেখতে গণমাধ্যম কর্মীদের উপচেপড়া ভিড়।
শাহানি স্পোর্টস কমপ্লেক্স মাঠ খানিকটা ভেজা ছিল। এজন্য অনুশীলন শুরু হতে খানিকটা বিলম্ব। দোহা থেকে শাহানি যাওয়ার চেয়ে অনুশীলন গেট থেকে ভেতরে প্রবেশে সময় লাগল বেশি। প্রবেশের পরপরই মিডিয়া ম্যানেজারের হুঁশিয়ারি, ‘১৫ মিনিটের বেশি সময় অবস্থান নয়।’
বিজ্ঞাপন
৩ গোলরক্ষক, পনের জন ফুটবলার আর কোচিং স্টাফ অনুশীলন মাঠে উপস্থিত হওয়ার পর আসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি আসার পরপরই ফটোগ্রাফারদের ক্লিকের ঝড়। রিপোর্টাররাও ব্যস্ত হয়ে পড়লেন মোবাইল নাড়াচাড়ায়।
অন্য সবার চেয়ে রোনালদোকে অনুশীলনে আলাদা করা গেছে সহজেই। হাফ প্যান্ট একটু গুছিয়ে বল নিয়ে নেমে পড়েন কারিকুরিতে। অনুশীলন শুরুর আগে চার ভাগে হয়েছে ওয়ার্ম আপ।
বিজ্ঞাপন
মাঠের এক কোণে ৩ গোলরক্ষককে অনুশীলনের জন্য প্রস্তুত করছিলেন গোলরক্ষকদের কোচ। ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন মাঝের অংশে। পাঁচজন নিয়ে মিনিট পনেরো বল নিয়ে হালকা গা গরম করেছেন। প্রথমে কয়েক গজ দূরত্বের মধ্যে এক টাচে দুই জনের মধ্যে বল পাস দিয়ে রানিং। এরপর ছোট সার্কেল হয়ে দ্রুত বল দেয়া নেয়া। ড্রিবলিংয়ের ঝলকও দেখিয়েছেন রোনালদো। ছোট জায়গার মধ্যে একজনকে ড্রিবল করে কাটিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। অনুশীলনের অংশ হিসেবে আবার তাঁকে ড্রিবলিং ঠেকানোর ভুমিকাতেও দেখা গেছে।
হালকা গা গরমের পর মূল অনুশীলনের প্রস্তুতি। সেই সময় আবার মিডিয়া ম্যানেজারের ঘোষণা- ‘মিডিয়া ফ্রেন্ডস, ফিফটিন মিনিটস ইজ ওভার।’ চোখের পলকেই যেন কেটে গেল মিনিট পনের। সাংবাদিকরা অনুশীলনের ঝলক দেখলেন রোনালদোর। বাকি ঝলক তোলা থাকল মূল লড়াইয়ের জন্য, সেখানে সবাই দেখবেন তাকে।
এজেড/এটি