মরুর দেশ কাতারে পর্দা উঠলো গ্রেটেস্ট শো অন আর্থের। মাঠের ফুটবলের নৈপূণ্যের আগে বিশ্ববাসীর নজর কেড়েছে জমকালো উদ্বোধন। কাতারের আল বায়াত স্টেডিয়ামে আয়োজিত হয়েছে বর্ণীল এ উদ্বোধনী অনুষ্ঠান। 

অনুষ্ঠান ঘিরে পুরো স্টেডিয়াম এলাকাজুড়েই বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ। ৬০ হাজার দর্শকভর্তি স্টেডিয়ামে শুরুতেই পারফর্ম করেছেন কাতারের আঞ্চলিক শিল্পীরা। নাচ-গান এবং ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তারা তুলে ধরতে চেয়েছেন উপসাগরীয় দেশটির সংস্কৃতি।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হয়েছে ইকুয়েডর।

জেডএস