আর্জেন্টিনার প্রতিপক্ষ আরেক আর্জেন্টাইন
মেক্সিকোর কোচ জেরার্ডো মার্টিনো এক আর্জেন্টাইন। আগামীকাল আর্জেন্টিনার বিপক্ষেই জেতার কৌশল সাজাচ্ছেন মার্টিনো। সাবেক এই ফুটবলার ২০১৪-১৬ মেসিদের কোচও ছিলেন। শুধু আর্জেন্টিনায় নয়, বার্সেলোনাতেও মেসির গুরু ছিলেন জেরার্ডো মার্টিনো।
মেসিদের সাবেক গুরু আর্জেন্টিনার দিকে বেশি না তাকিয়ে নিজেদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার হিসাবই বেশি করছেন, ‘আমরা ইতোমধ্যে এক পয়েন্ট পেয়েছি। আগামীকালের ম্যাচেও পয়েন্ট পেতে চাই। আমরা দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য কৌশল ঠিক করেছি।’
বিজ্ঞাপন
আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি দ্বিতীয় রাউন্ডের জন্য চার পয়েন্টও কার্যকরী হতে পারে বলে মনে করেন, ‘এখন যে অবস্থা তাতে ৬ বা ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া যেতে পারে। আমরা ৬ পয়েন্টেই লক্ষ্য নির্ধারণ করেছি।’
আর্জেন্টিনা ৬ পয়েন্ট পেলে মেক্সিকোকে হারাতে হবে। আজ দিয়োগা ম্যারাডোনার মৃত্যুবার্ষিকী। আগামীকাল আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ। ম্যারাডোনার আবেগ আর্জেন্টিনায় কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন মার্টিনো, ‘আমি পেশাদার কোচ, চিন্তাভাবনা পুরোটাই মেক্সিকো নিয়ে। ফুটবল যারা ভালোবাসে, সবাই ম্যারাডোনাকেও ভালোবাসে। সেই আবেগটা ভিন্ন।’
রাশিয়া বিশ্বকাপে মেক্সিকো চার বারের বিশ্চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছিল। সেই জয় আর্জেন্টিনা বধে অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন তিনি, ‘এটা মানসিকভাবে কিছুটা সহায়তা করবে। তবে মাঠেই সেরাটা দিতে হবে।’
এজেড/এনইআর
বিজ্ঞাপন