কোস্টারিকাকে ৭-০ উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল পেয়েছেন ফেরান তোরেস। অথচ তাকেই বেঞ্চে বসিয়ে দেওয়ার হুমকি দিলেন স্পেনের কোচ লুইস এনরিকে। মূলত তোরেসের উচ্ছ্বাস প্রকাশের ধরন নিয়ে আপত্তি রয়েছে কোচের। তাই প্রকাশ্যেই বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

তোরেসকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ম্যানচেস্টার সিটি ছেড়ে চলতি বছরই বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন তিনি। স্পেন বস এনরিকের মেয়ের কারণেই স্পেনে এসেছেন তিনি। প্রেমিকার সঙ্গে এক শহরে থাকতেই এমন সিদ্ধান্ত এই বার্সা ফরোয়ার্ডের। 

নিজ মেয়ের সঙ্গে তোরেসের সম্পর্ক অবশ্য আগেই মেনে নিয়েছেন এনরিকে। তবে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের পর তোরেস সম্পর্কে এই কোচের মন্তব্য, ‘যদি তোরেস গোল করে মুখে আঙুল দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে, তা হলে সঙ্গে সঙ্গে ওকে মাঠ থেকে তুলে নেব। কোনও দিন আর ওকে ফুটবল মাঠে নামতে দেব না।’

আরও পড়ুন : অর্থনীতির বিশ্বকাপ! 

কোস্টারিকার বিরুদ্ধে গোল করার পর মুখে আঙুল দিয়ে উচ্ছ্বাস করেন তিনি। সেই প্রসঙ্গেই কথা বলেছেন এনরিকে। বিশ্বকাপের মাঝে ব্যক্তিগত সম্পর্কের দিকে তোরেস যাতে বেশি মন না দেন, সেই কারণেই সাবধান করে দিয়েছেন সাবেক বার্সা বস।

সপ্তাহে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়, কোচের মেয়ের সঙ্গে সম্পর্ক কী বিশ্বকাপের পারফরম্যান্সে প্রভাব ফেলবে? তোরেসের জবাব, ‘একেবারেই নয়। কোচ ও আমি দুজনেই জানি ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপার খেলার থেকে কীভাবে আলাদা রাখতে হয়। উনি কোচ, আমি ফুটবলার। আমাদের সম্পর্কটা এখানে পেশাদারদের মতোই। ফলে কোনও সমস্যা হচ্ছে না।’ জোড়া গোল করে সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন : ফুটবল : বাঙালির প্রেম, বাঙালির জ্বর! 

তার আগেই এক সাক্ষাৎকারে এনরিকেকে প্রশ্ন করা হয়েছিল, কোন ফুটবলারকে তিনি মাঠে সবচেয়ে বেশি সময় দেবেন? এনরিকে মজা করে বলেন, ‘অবশ্যই তোরেস। না হলে মেয়ে আমার দিকে তেড়ে এসে গলাটাই কেটে ফেলতে পারে।’

কেএ