সংবাদ সম্মেলন শুরু হচ্ছে প্রায়। সাংবাদিক নিজের পরিচয় দিয়ে প্রশ্নও করবেন। এমন সময় ব্রাজিলের কোচ তিতে এক মিনিট সময় চেয়ে নিলেন। 

সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিকরা বেশ কৌতুহলী। প্রশ্নের আগেই হঠাৎ কী বলবেন তিতে! প্রফেসর খ্যাতি পাওয়া তিতে ব্যক্তিত্ব ও চিন্তায় অন্যদের চেয়ে আলাদা সেটাই প্রমাণ করলেন তিনি।

বিশ্বকাপ বা ফুটবলের সাধারণ কোনো বিষয়ে মন্তব্য করেননি। ফুটবলের কালো মানিক পেলেকে স্মরণ করেছেন, আপনাদের সংবাদের মাধ্যমেই জানতে পেরেছি পেলে অসুস্থ এবং হাসপাতালে। ব্রাজিল দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করি। সে অত্যন্ত গ্রেট এবং আমাদের কিংবদন্তি। ব্রাজিল দল তার পাশে রয়েছে। 

তিতের পাশে ছিলেন দানি আলভেজ। তিনিও গুরুর আবেগের সঙ্গে একমত পোষণ করেন। সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিক ও ফিফার কর্মকর্তারা তিতের আচরণের গভীরতায় মুগ্ধ হন। 

এজেড/এনইআর