কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আজ শুক্রবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। মূলত সেমিফাইনালে চোখ রেখেই এই দুই দল মাঠে নামতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এমন ম্যাচে দুই দলের মূল একাদশ কেমন হতে পারে, সেটা একবার দেখে নেওয়া যাক।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অবশ্য এই ম্যাচে অ্যাঞ্জেল ডি মারিয়াকে খেলাতে আশাবাদী। দলের সাথে শেষ আটের ম্যাচের আগে অনুশীলন করেছেন ডি মারিয়া, বর্তমানে তাকে ফিট মনে করছেন আর্জান্টাইন কোচ। গোলকিপার হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া ডিফেন্ডার হিসেবে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডি। ডি মারিয়ার সঙ্গে আক্রমণে থাকবেন গত দুই ম্যাচে দুই গোল করা জুলিয়ান আলভারেজ এবং অধিনায়ক লিওনেল মেসি।

অন্যদিকে পুরো ফিট দলকেই পাচ্ছে নেদারল্যান্ডস কোচ লুইস ফন গাল। মাঝমাঠের বাঁ দিকে প্রত্যাশিতভাবে সামলাবেন ড্যালি ব্লাইন্ড। তার সঙ্গী হবেন মার্টেন ডি রুন, ফ্রেঙ্কি ডি ইয়ং। গোলকিপার আন্দ্রিয়েস নোপার্টকে রক্ষায় থাকবেন জুরিয়ান টিম্বার, ভার্জিল ফন ডাইক ও নাথান আকে। ফরোয়ার্ডের দায়িত্বে থাকবেন ডেভি ক্লাসেন। মেম্ফিস ডিপে ও গডি গাকপো।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: মার্তিনেজ, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনা, ফার্নান্দেজ, ডি পল, ম্যাক অ্যালিস্টার, ডি মারিয়া, মেসি, আলভারেজ।

নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ: নোপার্ট, টিম্বার, ফন ডাইক, আকে, ডুমফ্রাইস, ডি ইয়ং, ডি রুন, ব্লাইন্ড, ক্লাসেন, গাকপো, ডিপে।

এসএইচ