আল বায়াত স্টেডিয়ামের গ্যালারি লালে লাল। যেদিকে চোখ যায় সেখানেই লালের উপস্থিতি। মরক্কোর সমর্থকরা স্টেডিয়ামের গ্যালারিতে নিজেদের একচ্ছত্র প্রাধান্য প্রতিষ্ঠা করেছেন। 

ম্যাচের শুরু থেকে শিষ বাজিয়ে স্টেডিয়াম মাতিয়ে রেখেছেন তারা। ৫ মিনিটের মধ্যে গোল হজম করেছে মরক্কো। খেলায় পিছিয়ে পড়লেও গ্যালারিতে উদ্দীপনা ছিল অনেক।

দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মাঠে দাপট দেখালেও গ্যালারিতে উপস্থিতি ছিল ম্রিয়মাণ। ৬০ হাজার ধারণ ক্ষমতার আল বায়াতে ফরাসি সমর্থক অল্প কয়েক হাজার৷ 

বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে কাতারের আল বায়াত স্টেডিয়ামে বুধবার ফ্রান্সের মুখোমুখি হয়েছে মরক্কো। টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার মিশন নিয়ে মাঠে নামা ফ্রান্সকে পঞ্চম মিনিটেই এগিয়ে দেন থিও হার্নান্দেজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গতবারের চ্যাম্পিয়নরা ১-০ গোলে এগিয়ে আছে। 

এজেড/এনইআর