এমবাপ্পে-মেসি নয়, খেলাটা আর্জেন্টিনা-ফ্রান্সের
আর্জেন্টিনা না ফ্রান্স, কে জিতবে শিরোপা? এই আলোচনার চেয়ে বেশি আলোচনা হচ্ছে ট্রফি স্পর্শ করবেন কে, লিওনেল মেসি নাকি কিলিয়ান এমবাপে। ফাইনালের আগের দিন সম্মেলনে দুই কোচকে মেসি-এমবাপ্পের প্রসঙ্গের উত্তর দিতে হয়েছে।
আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি এ বিষয়ে একটু বিরক্তির সুরেই বললেন, ‘এমবাপ্পে ভালো খেলোয়াড়। সে তরুণ। তাদের দলে আরও অনেক খেলোয়াড়ই রয়েছে। আমাদের মেসি রয়েছে। আরও অনেকেই আছে। খেলাটা ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে। মেসি-এমবাপে এর অংশ মাত্র।’
বিজ্ঞাপন
আর্জেন্টিনার যখন অনেক কঠিন সময় ছিল তখন দায়িত্ব নিয়েছিলেন স্ক্যালোনি। তার তেমন অভিজ্ঞতা ছিল না। এ নিয়ে অনেক কটু কথাও শুনতে হয়েছে। সেই সকল কথাকে গ্রাহ্য করেননি তিনি, ‘সমালোচনা থাকবেই। আমি সেগুলো মনোযোগ না দিয়ে কাজ করেছি।’ স্ক্যালোনী আর্জেন্টিনাকে কোপা জিতিয়েছেন এখন বিশ্বকাপ জেতানোর দোরগোড়ায়।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম মেসি সম্পর্কে বলেছেন, ‘তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আমরা নিজেদের খেলাটাই খেলতে চাই।’
বিজ্ঞাপন
এজেড/এনইআর